কাল রাতে
বোধ হয়
পৃথিবী -টা একপ্রস্থ
নিঃশ্বাস ফেলেছিল !
রাত তখন বেশ গভীর
আগ্নেয়গিরি যেমন
মুক্ত করে
দীর্ঘ অবদমিত লাভা
ঠিক তেমনি -
কোথাও একটা পাতা নড়েনি
তবু ঢেউ উঠেছিল !
একটা শীতল স্রোতে
প্লাবিত হয়েছিল অস্তিত্ব্য
আপামর সৃষ্টি
কাল ও মহাকাল মুখোমুখি !-২৬.০৬.২০১৪
বোধ হয়
পৃথিবী -টা একপ্রস্থ
নিঃশ্বাস ফেলেছিল !
রাত তখন বেশ গভীর
আগ্নেয়গিরি যেমন
মুক্ত করে
দীর্ঘ অবদমিত লাভা
ঠিক তেমনি -
কোথাও একটা পাতা নড়েনি
তবু ঢেউ উঠেছিল !
একটা শীতল স্রোতে
প্লাবিত হয়েছিল অস্তিত্ব্য
আপামর সৃষ্টি
কাল ও মহাকাল মুখোমুখি !-২৬.০৬.২০১৪
No comments:
Post a Comment