Sunday, 1 June 2014

~ তুমি আমার ~

তুমি সুন্দর
তাই বোঝো না
যদি বোঝো বল না !
তুমি সুন্দর কেন জানো
তুমি নিস্পাপ বলে !
তুমি নিস্পাপ কেন জানো
তুমি প্রকৃতি বলে !
তুমি প্রকৃতি
তাই তো সত্য
তুমি সত্য তাইতো
তুমি আমার ! -০১.০৬.২০১৪

No comments: