Wednesday, 11 June 2014

অনুরাগ অনন্ত কে .......

অনুরাগ অনন্ত কে .......

আমি তো সময়ের স্রোতে বয়ে আজ তোমার দুয়ারে
মেনে নেবে কি ?
------------------
ও কি কথা সই ;প্রেমের মূল্য কবে কে দিয়েছে !
বরং বলি পেরেছে দিতে সময় ব্যতিত অন্য কেউ ........
-------------------------------------
তবে বলো: আমায় ছেড়ে যাবে না
-----------------------------------------------------------
যদি বলি :তোমায় যেতে দেবো না !
---------
কিন্তু..........
----------------
কিন্তু কি সই
------------------------------
আমি যে ডুবতে চাই না ......
------------------------------------------
আমার বুকে এসো !-১১.০৬.২০১৪

No comments: