Monday, 30 June 2014

~ বিবর্ণ সুখ ~

তুমি নেই
কিন্তু সুখ আছে
এ সুখ একাকিত্বের
এ সুখ স্বপ্ন বিলাসিতার
এ সুখ ভোগ হীনতার
এ সুখ ঐশ্বরিক
এ সুখ বিবর্ণ !-৩০.০৬.২০১৪

No comments: