Thursday, 5 June 2014

আমায় আগুন দেবে .........

আমায় আগুন দেবে
না
সে আগুন নয়
যে আগুন রয়েছে তোমার ভিসুভিয়াসে এ আটক
তোমার বিনুনি আমার তালু
খুলে ফেলো
আজ সভ্যতা দেখুক
সাক্ষাত আকাশ এর আলিঙ্গন
তোমার পিঠে আজ দক্ষযজ্ঞের আয়োজন
আজ মেরুদন্ড যাক মিশে আমার বুকে
জন্মান্তরের তৃষ্ণা পাবে আজ তার অভিষ্ঠ
তোমার নাভিমূলে একটা কাঁটা
রক্তাক্ত আমার লিঙ্গ
আজ কোনো বাধা মানবো না
আজ মুক্তি তোমার
আজ পূর্ণ আমি ! -০৫.০৬.২০১৪

No comments: