আজ আমার হাতে তুলি
তাই মন চাইছে
আমিও একটা তাজমহল গড়ি !
না এ তাজ আগ্রার ইতিহাস হবে বলে নয়
বরং এ তাজ থাকবে স্মৃতি সুধায় ভরে !
এই যে আজকের এই একান্ত মুহূর্ত
এসো না করে তুলি অবিস্মরনীয় !-০৬.০৬.২০১৪
তাই মন চাইছে
আমিও একটা তাজমহল গড়ি !
না এ তাজ আগ্রার ইতিহাস হবে বলে নয়
বরং এ তাজ থাকবে স্মৃতি সুধায় ভরে !
এই যে আজকের এই একান্ত মুহূর্ত
এসো না করে তুলি অবিস্মরনীয় !-০৬.০৬.২০১৪
No comments:
Post a Comment