Tuesday, 10 June 2014

~~~~ তুমি নারী ................

শাস্ত্রে বলে তুমি সতী
আমি বলি সত্য !
নগ্নতা -কে  দিয়েছো অর্থ
অপূর্ণতা  করেছো সম্পূর্ণ !
তুমি সত্য যদি নও
কি তবে -
তুমি একান্তই সুন্দর
তুমি একমাত্র সত্য !
মায়া ,ছলনা উপনাম
তবুও বলি -
তুমি শর্তহীন সত্য
তুমি নারী !-১০.০৬.২০১৪

No comments: