Wednesday, 4 June 2014

~ সাক্ষাত প্রেম ~

হয়তো নয় আর বেশিদিন
হয়তো বা আর কিছু মুহূর্ত
না বিলাসিতা নয়
এটাই বাস্তব !
শেষ ইচ্ছা টুকু
তাই বলে যাই
অনেক শেখা রইলো বাকি
অনেক আজও অজানা !
তবুও তো দেখলাম
সাক্ষাত প্রেম
চাক্ষুস তোমাকে
আর কি বাকি রইলো !!!-০৪.০৬.২০১৪ 

No comments: