Saturday, 7 June 2014

পূর্ণতা পেতে .......

আমি আকাশ হলে
মেঘ হবে
আমি মেঘ হলে
শ্রাবণ হবে
আমি শ্রাবণ হলে
বর্ষাতি যেন হয়ো না
বরং তুমি
মেলে ধরো নিজেকে
পূর্ণতা পাবে !-০৭.০৬.২০১৪

No comments: