Tuesday, 24 June 2014

~ শুন্য / ভগ্নাংশ ~

তোমায় যা বলা হয়নি
কবিতা হয়েছে
এত কথা
যে
লোকে আমায় কবি বলে !
আমি তো কবি হতে চাইনি
চেয়েছিলাম সংসারী  হতে
তোমার সম্মতির অপেক্ষায়
আজও অসহায় ভালোবাসা
সারা রাত এপাশ ওপাশ !
এলো মেলো করে গেলে সব হিসেব
তুমি " অনামিকা "হয়ে রইলে
সবাই আসে
পূর্ণতা-র খোঁজে
পায় কেবল
শুন্য !
আমি যে আজ ও
ভগ্নাংশ
এক মাত্র
তুমি নেই ! -২৪.০৬.২০১৪

No comments: