অরুন কে বোলো
আজ উষা বাড়ি নেই
মেঘের সাথে আজ ও'র লুকোচুরি খেলা !
তবে গোধুলি হতে
সে ফিরবে নিশ্চিত
উষা যে আজও অরুনের !
জ্যোত্স্না গত ক'দিন
বাড়ি ফেরেনি
অরুন যেন তার খোঁজ নেয় !
শশী কে বলা ছিল
সে যে প্রেমে অন্ধ
কি আর করে !
আমি কাল
অনন্তের প্রহরী !-৩০.০৬.২০১৪
আজ উষা বাড়ি নেই
মেঘের সাথে আজ ও'র লুকোচুরি খেলা !
তবে গোধুলি হতে
সে ফিরবে নিশ্চিত
উষা যে আজও অরুনের !
জ্যোত্স্না গত ক'দিন
বাড়ি ফেরেনি
অরুন যেন তার খোঁজ নেয় !
শশী কে বলা ছিল
সে যে প্রেমে অন্ধ
কি আর করে !
আমি কাল
অনন্তের প্রহরী !-৩০.০৬.২০১৪
No comments:
Post a Comment