Wednesday, 18 June 2014

নারী তোমাকে ............

আমাকে গভীরে ছোঁবে
সৃষ্টি করবো বলে নয়
স্বপ্ন আঁকবো !
তোমার চোখের পাতায়
আমি সাগর পেয়েছি
ডুব দেবো তাতে.........!
শুধু সাগরে ডুব দিয়ে ক্লান্ত হোবো না
আবিস্কার আমি আরও করেছি -
তোমার বুক
সে কি মরু-র চেয়ে কম কিছু !
প্রতিবার তার কথা ভেবেই তো আমি পথ হারাই
আকন্ঠ অমৃত নিয়েও যে আমার তৃষ্ণা ফুরোয় না !
তারপর ........
অসীম কে আবিস্কার-এর পালা
বরং বলি জয় করা অজেয় কে
জয় করা তোমাকে !
না আমি লালন নই
দমের খেলায় জিততে পারিনা
আমি
নিতান্তই চাতক
ভিজতে চাই অসীমে
ডুবতে চাই অনন্তে !
আঁকতে  চাই স্বপ্ন
আবিস্কার করতে চাই সত্য কে !
গান্ধী যদি পারে
কেন আমি নই ................................!-১৮.০৬.২০১৪ 

No comments: