Tuesday, 3 June 2014

একটি ব্যর্থ প্রেমের উপকথা.....



তুমি কি ব্যর্থ 
কি 
তোমার চোখে তা যদি হয়
তবে তাই
কেন তুমি কি মনে করো না
আমার মনে করাতে কি কিছু এসে যায়
চিতার শেষে যে ছাই
তার মূল্য কি জীবন দিয়ে হয় 
না তা হয়না
শ্রাবনের ধারায় একদিন
সব মিথ্যে ধুয়ে যাবে
আমি অপেক্ষা করবো
তুমি এসো !-০৩.০৬.২০১৪

No comments: