আজ মানুষের কথা লিখবো
যে মানুষ আমি নিজে
সং সেজে আজ কবি হয়েছি
ভিক্ষাবৃত্তির অনীহা তাই
পুঁজিপতিদের ক্রীতদাস
কিন্তু,পারছি কই
আত্মসত্তা বিসর্জন দিয়ে কি বাঁচা যায়।
তার থেকে বরং লাশঘরে
লাওয়ারিশ লাশ হওয়া ভালো।
অদ্ভুত ঠেকছে জানি
যেন নিশ্বাসটা আটকে আসছে
রক্তচাপ কমছে-বাড়ছে !
কিন্তু ,কি করা -
বাস্তব যে কেবলই কঠোর
যে মানুষ আমি নিজে
সং সেজে আজ কবি হয়েছি
ভিক্ষাবৃত্তির অনীহা তাই
পুঁজিপতিদের ক্রীতদাস
কিন্তু,পারছি কই
আত্মসত্তা বিসর্জন দিয়ে কি বাঁচা যায়।
তার থেকে বরং লাশঘরে
লাওয়ারিশ লাশ হওয়া ভালো।
অদ্ভুত ঠেকছে জানি
যেন নিশ্বাসটা আটকে আসছে
রক্তচাপ কমছে-বাড়ছে !
কিন্তু ,কি করা -
বাস্তব যে কেবলই কঠোর
জরায়ু থেকে নিস্ক্রমন ও
জীবনে পদার্পণ থেকে
শেষ নিশ্বাস
ছুটছি কেবল ছুটছি।
কত পিছুটান
পথেই পড়ে রইলো।
সম্পর্ক,সংসার ,জীবন ,মায়া
সবার আগে ছুটছি।
কি পাবো,যা পাবো
তা কি ধরে রাখতে পারবো !
কিন্তু,কি অদ্ভুত মায়া
কিছুতেই যেন থামতে পারিনা
ছুটে ছুটে যাই
কেবলি ছুটে যাই।
রোজ যে পথে চলি
ফুটপাথ জুড়ে
ও'রা বাঁচে
কেন আমি পারিনা !
প্রশ্ন করি
উত্তর আসে
ওদের সভ্যতা নেই।
মেনে নিতে পারি না
যখন রাতে অনিদ্রা
আর আমি মুখোমুখি।
বুঝে পাই না
কি অজুহাত
আজ রাত টুকু
একটু ঘুমোতে চাই।
অজানা এক অভিশাপ কিছুতেই
দু'চোখের পাতা এক হয়না
আবার ছুট
নিরুদ্দেশের উদ্দ্যেশে।
অন্তহীন -কেবলি ছুটি
পথ মসৃন নয়
ঝড়-ঝন্ঝা আসে ,বৃষ্টি নামে
অন্ধকার হয় গভীরতর।
একসময় আমি ক্লান্ত
আর পারছি না।
জ্ঞানশূন্য আমি
হঠাতই চোখে আলো পড়ে
ঘুম ভাঙ্গে।
হতবাক আমি ,বাকরুদ্ধ
সামনে আয়না
আমি স্থির !-১৩.০৬.২০১৪
No comments:
Post a Comment