Monday, 30 June 2014

কবি ও রাত - ৩



চোখে ঘুম নেই
কেন গো ?
ও' কে মনে পড়ে আজও
বেশ তো -
ফিরে যাও !
সে কি করে হয়
কেন হয়না ?
কাটা ঘুড়ি কি
দমকা বাতাসে প্রান পায় না !
না ;তা ঠিক নয়
তবে কি -
জীবনের আশা
" ঘর ভেঙ্গে ঘর গড়া যায়না "
যা তুমি ভালো বোঝো
তোমায় পেতে চাই শুধু
এসো ....... !-৩০.০৬.২০১৪

No comments: