Tuesday, 3 June 2014

~ একান্ত মুহুর্তে ~

একটু উষ্ণতা চাই
ধীরে ধীরে ওঠো.........!
আজ ধরো তুমি সরীসৃপ
এবার বুকে ভর দাও 
ধরো না তোমার কেবল
ওই জিভ আর বুক 
এসো এবা...........!
দুষ্টু তুমি
আজ তোমার কোনো কথা শুনবো না। 
ওখানে কি 
নিচে নামো
এই নাও মধু 
নুপুর  থাক না 
তুমি আসতে-আসতে ঢালো !
অল্প করে 
এই তো 
উঠতে থাকো
আহ:....থামো..............!
এবার আমার পালা 
মধুর শিশি টা দাও 
আরও আরও 
আরও একটু ......!
নাও -
আর দেরী নয় 
ওভাবে  নয় 
আরো জোরে 
একটু আসতে 
লাগছে যে 
রেহাই দাও 
থামো 
দাও..........!!!!!!!!-০৩.০৬.২০১৪


No comments: