আজ আমি নগ্ন
এ আমি সে আমি নয়
এ আমি একটু অন্যরকম !
এ আমি মিশরের মমি
এ আমি অজেয় তাকলামাকান
এ আমি বিভুতিভুষনের চাঁদের পাহাড়
কিংবা আরন্যক ও বলা যায় !
এ আমি জীবনানন্দের শঙ্খচিল
অসীম যার দিগন্ত
আদিম আফ্রিকা থেকে অধুনা কলকাতা !
এ আমি সেই গুরুদেবের
গুপ্তধনের আমি
"যে আলোক চায় ,আকাশ চায় ,মুক্তি চায় !"
কিন্তু দিনের শেষে
এ আমি একটু অন্যরকম !
তখন
এ আমি তোমার
একান্তই তোমার আমি
একান্তই তোমার
"নগ্ন আমি" !-০৫.০৬.২০১৪
এ আমি সে আমি নয়
এ আমি একটু অন্যরকম !
এ আমি মিশরের মমি
এ আমি অজেয় তাকলামাকান
এ আমি বিভুতিভুষনের চাঁদের পাহাড়
কিংবা আরন্যক ও বলা যায় !
এ আমি জীবনানন্দের শঙ্খচিল
অসীম যার দিগন্ত
আদিম আফ্রিকা থেকে অধুনা কলকাতা !
এ আমি সেই গুরুদেবের
গুপ্তধনের আমি
"যে আলোক চায় ,আকাশ চায় ,মুক্তি চায় !"
কিন্তু দিনের শেষে
এ আমি একটু অন্যরকম !
তখন
এ আমি তোমার
একান্তই তোমার আমি
একান্তই তোমার
"নগ্ন আমি" !-০৫.০৬.২০১৪
No comments:
Post a Comment