Wednesday, 4 June 2014

মাতাল মাতাল সন্ধ্যা........

এ এক মাতাল মাতাল সন্ধ্যা
চোখে মুখে নেশা
আমি দুলছি দোদুল দোলে
ভাবছি তোমার কথা
তুমি আসবে না তা জানি
ভালোবাসনা তাতে কি
আজ মন মাঝি তুলেছে পাল
আজ পথ হারাবই !-০৪.০৬.২০১৪

No comments: