Saturday, 7 June 2014

ভালোবাসার জন্ম -২

তোমার এলানো চুল 
খেলে যায় আমার আঙ্গুল !
তোমার চন্দ্রবদন 
লজ্জার জ্যোত্স্নায় আপ্লুত !
তারপর.......
কবিতা হয় গভীরতর !
একাকার সমতল ও শিখর 
গভীরতা বাড়তে থাকে !
পেতে চাই অতল 
ডুব দি -
দিতেই থাকি
আলো -আঁধার মিশে যায়
জন্ম নেয় ভালোবাসা !-০৭.০৬.২০১৪

2 comments:

Anonymous said...

Great dada

Gourab Banerjee said...

Thanks Dear...:)