Friday, 30 May 2014

~ ওম ~

নারী রক্তে পুরুষ
ওম পায়নি
তাই
নারী
চিরদিন অসতী !-৩১.০৫.২০১৪
*************************
A Men never can find
Om
In a Women's blood
So he treats a woman
Always as a
Unrepeatable! -31.05.2014

~ এ তৃষ্ণা ~

শহরের ফুটপাথ
নিয়নের জ্যোত্স্না
একরাশ ধুলো
অজস্র ধুলিকনা !
শুধু রেটিনা নয়
আরও গভীরে
বুকের পাঁজর
ছাড়িয়ে
এক শীতল স্রোত !
সবটাই জানা
তবুও যেন নতুন
আদিম -অনন্ত 
এ তৃষ্ণা !
সভ্যতার ইতিহাস খুঁড়েও
যার উত্তর পাবে না !
কিভাবে হয় 
একটা বুক 
একটা সাপ 
একসাথে !-৩০.০৫.২০১৪

~ কবি ও পালক -২ ~

পালক :এই যে খুব বড় হয়ে গেলি তো !
কবি :যা: বাবা তা বয়েস বাড়লে তো বড়ই হয় নাকি !
পালক :সে তো হয় আমিও জানি !
কবি :তা মতলব টা কি শুনি
পালক :তোর্ মতন নাকি রে;কবিতা লেখা ছাড়া দেশ-দুনিয়া-র খোঁজ রাখিস!
কবি :বল শুনি কোন মহাভারত টা অশুদ্ধ করলাম ?
পালক :তোকে আমি জানি না !
কবি :সেই হাফ -প্যান্টের যুগ থেকে আজ ধুতি -পান্জামির দোরগোড়া,সবটাই তুই সাক্ষী !
পালক :রাখ তোর্ মনভোলানো কথা ,আসছে ১২ ই আমার জন্মদিন সে খেয়াল কি আছে !
কবি : কেলো করেছে ;একদম ভুলে মেরেছিলাম রে !
পালক : তা মনে থাকবে কেন !সারাদিন তো শুধু ওই মেয়েদের সাথে গল্প আর কবিতা !পুরনো বন্ধুদের কথা কি মনে থাকে !
কবি :আচ্ছা মুসকিলে পরা গেল ;আচ্ছা বোলো সোনা মা আমার কি নেবে ?
পালক : হায় রে !
কবি :এবার কি হলো ?
পালক : যা :তোর্ সাথে কথা বোলবো না !
কবি : ওরে মা আমার কি হয়েছে তা তো বোল !
পালক :তোর্ কি কিছুই মনে থাকে না ?
কবি :আমি কি ইহজগৎ-এ থাকি !
পালক :তুই বলেছিলিস আমাকে এবার টেডি(TEDDY) দিবি !
কবি : ওরে আমার পাগলি সে তো দেব ;নে এবার গাল ফোলা গোবিন্দগিরি রাখ ,চল বেরিয়ে আসি !
পালক : ভিক্টোরিয়া/নন্দন ?
কবি : স্বর্গ !
পালক :ঔফ ;তোকে নিয়ে আর পারা  গেল না !-৩০.০৫.২০১৪

Thursday, 29 May 2014

~ প্রেম নয় অলীক ~

এক পাল মেঘ এসেছিল 
বৃষ্টি দিয়ে গেল কানে কানে 
আমি দেখলাম 
তুমি ধরা দিলে 
আমি জানলাম
প্রেম নয় অলীক !-২৯.০৫.২০১৪

"অনামিকা"

জানি তুমি ভুলে যাবে না
তবুও বলি
কবিতার খাতায় শেষ কথাটা
"অনামিকা"ই লিখবো !-২৯.০৫.২০১৪

"আমার পরান যাহা চায়.........."

যদি ভালোবেসে থাকো
একটি কেবল কথা 
না -
মুখ ফুটে বোলোনা যেন 
সমাজ যদি বিরূপ হয় !
আমি তা চাইনা
আমি যে জন্মসুত্রে পুরুষ
পৌরুষ দিয়েছি অনন্ত কে 
তোমাকে দিলাম প্রেম ! 
তুমি আমারই
লোকচক্ষুর অন্তরালে
আমার
একান্তই আমার
স্বপ্ন বিলাসিতায়
আমার কাব্যে -রচনায়
অনন্তের কাছে ঋণ নিয়েছি
তোমাকে !
শারীরিক সম্পর্কের অতীত
তোমার আমার আত্মার বন্ধন !
"আমার পরান যাহা চায়
তুমি তাই !"-২৯.০৫.২০১৪

```````````````পালক ও কবি````````````````````````

```````````````পালক ও কবি````````````````````````

পালক :তুমি কি গো;ভাবের ঘরে চুরি করো !
কবি : আমি তোমার চোখে রামধনু দেখেছি !
পালক : বাজে কথা বোলো না ,তোমার ছলনা আমি বেশ বুঝি !
কবি : না, তুমি কিছু বোঝো না !
পালক :তোমরা সব পুরুষ মানুষই সমান !
কবি :পুরুষ সে তো প্রকৃতির পরিপূরক ,নারী ছাড়া পুরুষের অস্তিত্য কি সম্ভব !
পালক :আমি তোমার দর্শন শুনতে চাই না !
কবি : আমিও তো তা দিতে চাইনা;কিন্তু তুমি যে চিরদিন অধরা ,তোমার মোহিনী দু'চোখ আমায় টানে !
উথাল-পাথাল আমার অন্তর জুড়ে ;তুমি কি তা জানোনা !
পালক :তুমি কবি প্রেম ছাড়া কি কিছু বোঝোনা ?
কবি :তুমি বলতে পারো,প্রেম না থাকলে কি চন্দ্র সূর্য,কি গ্রহ -নক্ষত্র ,কি ফুল-ফল ,কি সামান্যতম কিট-পতঙ্গ !নিতান্তই এই যে তুমি আমি ;আমাদের সকলের এই যে ধরণী মাঝে আগমন ,সৌজন্যে সে তো প্রেমেরই  হাতছানি !
পালক :বুঝলাম গো বুঝলাম ,তোমার সাথে কথায় কেউ কি পারে। তুমি হলে কবি মানুষ !
কবি :তবে চলো ডুব দি তুলে আনি সৃষ্টির অমূল্য রতন !
পালক :এসো ......!


সুমিত্রা দি তোমার প্রশ্নের উত্তরে ..........



তোকে বলবো মনে করেও
বলা হয়নি
ভেবেছিলাম সেদিন তুই বুঝি অবুজ
তাই বলিনি !
আজ তুই
বড় হয়েছিস
দূর দেশে
একলা পাড়ি দিস 
ভয় করে না !
আগে মনে পরে তুই বলতিস
কত কথা !
আজ তুই বড় হয়েছিস
ভালো -মন্দ বুঝতে শিখেছিস
আর কথাও বলিস না
মনে রেখেছিস শুধু !
তবুও
বলবো মনে করেও বলা হয়নি
আমিও মনে রেখেছি !
শুধু মনে নয়
প্রানে ধারণ করতে চেয়েছি
চেয়েছি আত্মার সাথে একাত্ম করতে !
পেরেছি কিনা
জানিনা
আজও বলতে পারিনি যে
কেবলি মনে রেখেছি
প্রানে করেছি ধারণ
আত্মায় একাত্ম !-২৯.০৫.২০১৪
 

Wednesday, 28 May 2014

অনামিকা কে ........

তোর্ কি আমাকে মনে পড়ে না
একবারের জন্যে -
আমার তো মনে পড়ে !
যখনই তুই বলিস
"আর কোনদিন ও আমার মুখ দেখবি না "
কিন্তু ঠিক ক'দিনের মাথায়
আমি তোকে খুঁজে পাই
সেই যে তুই হারিয়ে গিয়েছিলিস
কোনো এক অচেনা আগন্তুকের
আশায় পথ হারিয়েছিলিস !
সেই দিন থেকেই তো
আমি তোর্ পথ চেয়ে বসে আছি !
সময় এসে যে আমার কানে কানে
সব কথাপড়ে বলে !
সে বলে "তুই ভালো আছিস "
তাইতো ভুলে আছিস !
সে যে বলে "তোর এখন সময় খুব ভালো
সবাই তোকে খুব ভালোবাসে"!
আমার খুব ভালো লাগে জানিস -
তোর্ হাসি মুখটা মনে পড়লে !
কতদিন দেখিনা বলতো -
কিন্তু,সেদিন কি হবে
যেদিন সবাই তোর্ প্রতি আস্থা হারাবে
তোর্ নিজের বলে কেউ থাকবে না !
এই পাগলি ভাবিস না
আমি তো আছি
সময় তো আমাকে বলেছে
"তুই আসবি "
তুই একদিন "আমার কাছেই আসবি" !

তোর্ ,
অসীম -২৮.০৫.২০১৪

~অনুরাগ-অনুরক্ত~

কোনদিন যদি
তুই আর আমি
একা থাকি !
আর বৃষ্টি নামে
তারপর....
বর্ষাতি
ছাড়া ভিজবো দু'জনা !
অনুরাগ ছোঁবে
অনুরক্ত- কে !-২৮.০৫.২০১৪

কে তুমি

যে গভীরতা
আজও অজেয়
যে চাহনি
আজও বুঝিনি
কে তুমি
কে তুমি .........!-২৮.০৫.২০১৪

তৃষ্ণার্ত সিন্ধু

বিন্দুর স্বার্থে
আজ সিন্ধু
কে তৃষ্ণার্ত
করেছি !
দেখবো কিভাবে
সিন্ধু
ধরা না দেয় ! -২৮.০৫.২০১৪

~ শেষের রাত ~

রাত 

১২ টা বেজে ৩০ মিনিট 
রামধনু :-অপেক্ষায় -
তুলি :(কল ওয়েটিং)

তুলি রামধনু 
এখানেই 
ইতি !-২৭.০৫.২০১৪

~ ক্লান্তি ~!

ঘুমের দেশে 
ক্লান্তি আজও
রাতপ্রহরী !-২৮.০৫.২০১৫

বিশ্রাম চাই.......

এ ক্লান্তি হোক আরও নিবিড়তর
একটু বিশ্রাম চাই .....-২৮.০৫.২০১৪

Tuesday, 27 May 2014

দীপক জ্যোতি কে

দীপক জ্যোতি কে

আমার  আলেয়া
ঘিরে থেকো !
তোমার টানে
আমার জীবন !-২৭.০৫.২০১৪

~ ইতি ~

রাত 

১২ টা বেজে ৩০ মিনিট 
রামধনু :-অপেক্ষায় -
তুলি :(কল ওয়েটিং)

তুলি রামধনু 
এখানেই 
ইতি !-২৭.০৫.২০১৪

Monday, 26 May 2014

~ পেন্ডুলাম চরিত(২) ~

তার মতিগতি ভালো নয়
সে কেবল তোমায় চায় !
স্বাধীনতার বড় দায়
সে কেবল তোমায় চায় !
দিব্যি ছিল খামখেয়ালী
তোমায় পেয়ে হলো বাওয়ালী !
কি যে করি
বোঝা দায়
সে কেবল তোমায় চায় !
আমার দীর্ঘশ্বাসে
তোমায় চায় !
প্রতিটি উচ্ছাসে
তোমায় চায় !
প্রতিটি ক্ষণে
দিনে বা সনে
বিনা শমনে
বিবস্ত্র বসনে
সে যে কেবল তোমায় চায় !-২৩.০৫.২০১৪

Sunday, 25 May 2014

তুলি ও রামধনু

তুলি :আচ্ছা প্রাণ ;তুমি কি প্লেটনিক !
রামধনু :উমম;  কিছুটা ,তবে পুরোপুরি নয় !
তুলি :তোমার কি মনে হয় ,প্লেটনিক  হওয়া সম্ভব ?
রামধনু :হয়না বলে তো কিছু হয়না বিশ্ব সংসারে ;সব কিছুই আপেক্ষিক।
তুলি :তবে তুমি বলতে চাও প্লেটনিক হওয়া যায়।
রামধনু :দেখো প্লেটনিক হওয়া এক স্বর্গীয় অনুভূতি ;বরং  বলি ঈশ্বর পাওয়া !ঈশ্বর কে পেতে যেমন কঠোর সাধনার প্রয়োজন ,প্লেটনিক ও তাই।
তুলি :সাধনা !সে আবার কিরকম !উপাসনা, সাধনা , পালন তা তো মতবাদের অনুকরণ। কিন্তু প্লেটনিক তো মতবাদ নয়।
রামধনু :না তা নয় !কারণ প্লেতনিস্ম যুক্তির অতীত ;বিতর্কের উর্ধ্বে!এটি একটি সংযোগস্থল ,যেখানে মানুষ ঐশ্বরিক হয় !যাকে স্বামীজি বলেছেন "সংসারে থেকে সন্ন্যাসী";সন্ন্যাস সংসার ত্যাগ করে নয় !
লালন ফকিরের কথায় -
"কেন মন বাবার পুকুরে ঝাপ দিলি
কামে চিত্ত পাগলপ্রায় তোর্ এ
কেন মন এমন হলি
যাতে জনম তাতেই মলি "
তুলি :উমম : সে তো বুঝলাম।কিন্তু আমার প্রশ্ন বাস্তবে কি তা  হয় ?কেউ কি পারে ?
রামধনু :দেখো তোমাকে খুব সহজ কথায় বলি ;এই যে সংসার কথাটা এর মানে বোঝো !
তুলি :ও মা !সে কি কথা ;তা কেন বুঝবো না ?
রামধনু :না;তুমি বোঝো না !
তুলি : আমি তো কিছুই জানিনা। আর তুমি এক জ্ঞানপাপী !
রামধনু :তা অস্বীকার করতে পারবো না !তবে কি জানো জ্ঞানার্জনের পথে  পাপ অনিবার্য !
তুলি :হয়েছে হয়েছে ;এবার যা জানতে চাই তাই বোলো !কি যেন বলছিলে "আমি সংসার জানিনা !"
রামধনু :হাঁ,যা বলছিলাম!সংসার সন্ধিবিচ্ছেদে "সং" এবং  "সার"। অর্থাৎ মায়া-র নির্যাস।
তুলি :উমম :আরও একটু ভেঙ্গে বলবে। ঠিক বোঝা গেল না।
রামধনু :দেখো ,এ বিশ্ব এক মায়া-র বন্ধনে জড়িত। মায়ার আমি মায়ার তুমি। সম্পর্ক,ভালোবাসা,বিরহ,বিবাহ,বিচ্ছেদ -যাই বোলো সকলই মায়ার নামান্তর !
তুলি :সে না হয়  বুঝলাম !কিন্তু প্লেতনিস্মের সাথে মায়ার সম্পর্ক কোথায় ?
রামধনু :এই যে মায়ার বন্ধন তাকে জয় করার অস্ত্র প্লেতনিস্ম। অর্থাৎ,মানবিকতার  উর্ধ্বে গিযে ঐশ্বরিক অনুভূতির আস্বাদন !
তুলি :তবে তুমি বলতে চাও ;যে মানুষ তার সকল কর্ম ঈশ্বর-কে  সঁপে দিয়ে
প্লেটনিক হতে পারে।
রামধনু :আমি বলতে চাই জীবনের এক পর্যায়ে এসে আমরা সবাই প্লেটনিক হই !
তুলি :হয়েছে ;আর নয় ,তোমাকে আজ আমি ঘুমোতে দেবো না !দেখি কেমন তোমার প্লেতনিস্ম।
রামধনু :আসামী হাজির হুজুর ,সব অপরাধ মাথা পেতে নিলাম !
তুলি : চলো তবে .......!-২৫.০৫.২০১৪

অঙ্গীকার

প্রকৃতির দেওয়া উত্তরাধিকার
রবি-সুনীলের দায়িত্য্বভার
আমরা করবো  জয়  নয়
হোবো সৃষ্টির শ্রেষ্ট  স্রষ্ঠা !-২৩.০৫.২০১৪

~ স্বপ্নের আকাশে ~

স্বপ্নগুলো আজ তারা হয়েছে
আমি দু'চোখ বুজে আকাশ দেখি !-২৪.০৫.২০১৪

Saturday, 24 May 2014

নখের আঁচড়ে.....

নখের আঁচড়ে তুমি ভালোবাসা তোলো 
আমি চোখের তারা দিয়ে আকাশ দেখি'!-২২.০৫.২০১৪

~আশা-নিরাশা~

আশা নিয়েই তো মানুষ বাঁচে 
নিরাশা দিয়ে কি জীবন কাটে !-২২.০৫.২০১৪

"এই পথ যদি না শেষ হয় !"

দিগন্তের পরপারে
যেখানে আলেয়া মেশে
সাগরে -
রামধনু
হারায় পথ !
তুমি আমি একান্তে
"এই পথ
যদি না শেষ হয় !"-২৪.০৫.২০১৪

~ আস্থার মান ~

আস্থা ছিল
তুমি আসবে !
আস্থার মান তুমি রেখেছো -
দুরে গিয়েও
কাছে ফিরে এসেছো !-২৪.০৫.২০১৪ 

Friday, 23 May 2014

~ অসীম ~

আমার সার্বজনীন হয়ে কাজ নেই
আমি সীমার মধ্যে অসীম হবো !-২৩.০৫.২০১৪ 

Thursday, 22 May 2014

~ ভালোবাসার জন্ম ~

সেদিন যখন 
আমার আঙ্গুল
আঁচড়ে দিল তোমার চুল 
সেই থেকে কবিতার জন্ম !
তারপর -
সেই আঙ্গুল নেমে এলো
দুটো গোলাপের পাঁপড়ি 
আলতো করে ছুঁলো !
তখন তুমি সম্ভ্রম হারিয়েছো
একটা সুতো কোথাও নেই 
তোমার ত্রিসীমানায় !
তারপর -
সেই আঙ্গুল ছুঁলো তোমার 
নিঃশ্বাস !
শুধুই নিঃশ্বাস ?
না -
শুধু নিঃশ্বাস নয়
সঙ্গে তোমার হৃত্পিণ্ড !
সে যে তখন ধুমকেতু 
আছড়ে পড়ছে
আমার ঠোঁট ছাড়িয়ে -
আরও গভীরে 
আরও গভীরে !
হঠাতই পালাবদল
যেন প্রশান্তের বুকে আছড়ে পড়ল 
দামাল সুনামি !
আমি অস্থির
আমি যে প্রকৃতিরই অঙ্গ !
উতলা আমার অস্তিত্ব্য
আমি ও তুমি তে একাকার !
ভূগোলের যেমন মুল্মধ্যরেখা 
তেমনি তোমার নাভি !
নামতে থাকি -
আরও চাই তোমাকে !
তুমি ফিরিয়ে দাও না 
আরও কাছে ডাকো !
অস্ফুটে বোলো
আমি দেখতে পাই 
উন্মুক্ত বিভাজিকা 
আমায় ডাকে !
আমি বেপরোয়া 
আগুনে জল দিতে যাই !
আগুন নেভে না 
জ্বালা আরো বাড়ে 
সমান্তরালে আমার তৃষ্ণা !
আমার জিভ শুকিয়ে কাঠ 
না ;আর নয় -
এবার অপেক্ষার যবনিকা পতন !
অস্থির বাতাস স্তব্ধ 
তোমার চোখে লাল 
আমার চোখে নীল !
সমস্ত রং গুলিয়ে যায়
সব ঝাপসা !
কবিতা এখানেই শেষ 
এভাবেই জন্ম নেই ভালবাসা' !-২২.০৫.২০১৪ 

~ মেঘাকাশ ~

তোমার সাথে প্রানের খেলা
আমি মেঘ
তুমি আকাশ  !-২২.০৫.২০১৪

~ রাত এলো না কেন ~

ছায়া  ফেলে যদি
দৈর্ঘের পরিমাপ হতো !
সবার প্রথম
স্বপ্ন কে মাপতাম
তারপর বাস্তব
সবশেষে সময় !
দিন তো গেলো
তবে রাত এলো না কেন !-২১.০৫.২০১৪ 

Wednesday, 21 May 2014

="মানুষ "=

জীবনের শর্ত
জল ,আলোক,বাতাস
ব্যতিক্রম আছে
আগুন ও জল
="মানুষ "=
সৃষ্টির তথাকথিত
শ্রেষ্ঠ সৃষ্টি !!!-২১.০৫.২০১৪

~ নিষিদ্ধ ~

তোমার অনুপ্ভুক্ত তনু
আমি জন্মান্তর তৃষিত বেদুইন !
তোমার পর্বত
মসৃন
তাতে ঢেউ খেলে !
আমার জিভ
আগুন ও জল
একসাথে !
এই প্রথম
তারপর
নামতে থাকি
নাকি
আবিস্কার করি
সৃষ্টি রোহোস্যো !
তোমার নাভি
আমার দু'চোখ টানে
আটকা পরে ভাবি
এতদিন ছিলে মায়া
সে কি তুমি !
তোমার গিরিখাত
অসীম উরু
প্রেমের প্লাবনে আমি
বানভাসি !
সবই তো আমার
আজ শুধু
তুমি আর আমি !-21.05.2014

~ নির্বাসন ~

ছায়া দেখে কি দুরত্ব
মাপা যায়
তবে আমি ব্যর্থ !
যার আসন মনের মাঝে
তাকে নির্বাসন
দিতে পারিনা !-২১.০৫.২০১৪

~ তোমাতে ~

তুলি কে রামধনু ---------

আমার পাপের প্রায়েস্চিত্ত
তোমার প্রেমে !
আমার মলিন মনের
শুদ্ধি -
কেবল তোমার ছোঁয়ায় !
পূর্ণতা এ অপূর্ণ হৃদয়ের
একান্তই তোমাতে !-২১.০৫.২০১৪

Tuesday, 20 May 2014

অসহায়

তোমার শরীর জুড়ে 
আমার আবাস !
তোমার রন্ধ্রে রন্ধ্রে 
আমার অস্তিত্বয়ের ছাপ !
তুমি ছাড়া 
অসহায় পরিয়ে !-২০.০৫.২০১৪

~ আমার কবিতা ~

আমার কবিতা
ময়নাতদন্তে
ফুল হয়ে ফোটে !
আমার কবিতা
অঝোর শ্রাবনে
ধুমকেতু হয়ে ছোটে !
আমার কবিতা
মাতৃ জঠরে
স্বপ্নের জাল বোনে !
আমার কবিতা
রনাঙ্গনে
শান্তির বাণী শোনে !
আমার কবিতা
মিশর-মরু
প্রশান্তের অতল জুড়ে !
আমার কবিতা
দিনান্তে
দিন আনে দিন খায় !-২০.০৫.২০১৪

~ যদি চাই ........~

আমি সুখ চাইলে
দাও প্রশান্তি !
আমি গভীরতা চাইলে
দাও উন্মুক্ত মরু প্রান্তর !
আমি আলোকবর্ষ
যদি চাই
পারবে দিতে
শ্রাবণ !-২০.০৫.২০১৪

~ আমি আর মার্বেল ~

(Original composition by Ratna Ghosh Di)
কথাছিল, মাটি হয়ে থাকবে আমার উঠোনে
বীজ বুনবো গভীরে তোমার...

উঠোনে এখন একা আমি আর মার্বেল !
*****************************************
You swear will be soil in my backyard
Will sow seeds in your depth..................

The backyard now;only Me & Marble !
(Rendered into English by Me)-20.05.2014

Monday, 19 May 2014

~ নারী ~

অন্তসলিলা ফল্গুধারা
আজও বয়ে চলে
কেবল তুমি
ধরা দাওনা
মনমোহিনী !-১৯.০৫.২০১৪

~তিমির বরণ~

একদিন ব্যর্থতা কে
জিজ্ঞেস করলাম -
কেন এমন হলি ?
নিরুত্তর নির্বাক
চেয়ে রইল !
বুঝলাম -
সে নিজেও জানেনা !
কেউ কি কোনদিনও চায়
তিমির বরণ করতে
তবুও তো হতে হয় !-১৯.০৫.২০১৪

Sunday, 18 May 2014

~ মরুদ্যান ~

তোর্ চোখে
চাতক দেখিনি
দেখেছি কেবল
মরূ !
তাই তোর্ কাছে
শ্রাবণ চাইনি
চেয়েছি
মরুদ্যান !-১৯.০৫.২০১৪
********************
Never find a Pied Crested Cuckoo
In your eyes
There's a
Desert only !
So I never beg before you
For a shower
The only thing I ask for
Is Oasis.-19.05.2014

~নিঃস্তব্ধ চরাচর.....~

(Original composition by Ratna Ghosh Di)
নিঃস্তব্ধ চরাচর
এলোমেলো উদ্ভ্রান্ত

ঝড় এসেছিল কাল রাতে
পৃথিবীর বুকে,
সাক্ষী চাঁদ.................রত্না ঘোষ 
************************************
Silent all the valleys
Randomly desperate

Last night witnesses a storm
On the earth
The moon knows only..........
(Rendered into English by Me)--19.05.2014

Saturday, 17 May 2014

অবগাহন

স্পস্র্শকাতর এ মন 
ছুঁয়ে গেছো
সে কি 
ধরা দেবে না বলে !
ধরা তুমি দেবে
ছোঁব
সেদিন 
প্রান ভরে !
উজার হবে 
সৃষ্টি 
অবগাহন সকলের অগোচরে !-১৭.০৫.২০১৪

Friday, 16 May 2014

কোনদিনও........ ......~

তুই ছিলিস না
নাকি
আমি ভুল ছিলাম !
হয়তো তুই ছিলিস
আমি
বুঝিনি  !
কেউ কি বোঝে
কোনদিনও........ ......-১৭.০৫.২০১৪

"Give Me Red......!!!!!"

দিনের  শেষে  ভালোবাসা
বড্ড একা  
জানো !
বালিশে মুখ গুজে 
কাঁদে
বড় অসহায় সে যে
আয়নার  সামনে 
দাঁড়িয়ে ডুকরে 
বলে ওঠে 
"Give Me Red......!!!!!"-১৬.০৫.২০১৪

~ অপরিমেয় ~

দিন -ক্ষণ
দেখে
প্রেম হয়

আমার ধারণার অতীত
চাতকের তৃষ্ণা
সাগরের গভীরতা
চিরদিন অপরিমেয় !-১৬.০৫.২০১৪ 

~আপেক্ষিক ও অন্তহিন~

আপন বলে কেউ হয়না
পার্থক্য টা
আপেক্ষিক ও অন্তহিনের !-১৬.০৫.২০১৪
*********************************
There's nothing like
So called "OWN"
The difference stays between
Relativity & endlessness!-16.05.2014

~"কিছুনা "~

অনেক কিছুই
বলার ছিল
তাই সংক্ষেপে
"কিছুনা "!-১৬.০৫.২০১৪
*******************
So many things
Untold
So in brief
"Nothing"!-16.05.2014

Thursday, 15 May 2014

~ যন্ত্রণার পান্ডুলিপি ~

আজ অনেকদিন পর
আবার -
শুন্যতা ও আমি
মুখোমুখি !-১৬.০৫.২০১৪
********************
Today,
After long since
Again
Me & Emptiness
Face to face.-16.05.2014

~ জীবন দর্পণ ~

এক গ্লাস জল নাও 
পুরোটা নয় 
অর্ধেক !
না হেঁয়ালি নয়
এটা
জীবন দর্পণ !-১৫.০৫.২০১৪

Wednesday, 14 May 2014

চাতকের দৃষ্টিতে........

নীরবতা বোঝে নির্বাক 
শ্রাবনের মূল্য 
সাগরের কাছে নয়
চাতকের দৃষ্টিতে !-১৪.০৫.২০১৪

~ প্রেম - ভালোবাসা ~

আমার শরীরে 
প্রেম নেই 
আমার হৃদয়ে 
ভালোবাসা আছে !-১৪.০৫.২০১৪

তথাগত

তুমি কি শান্তির দূত 
তবে আমি 
তোমার 
দাসানুদাস !
তুমি মানবিকতার
ধ্বজাধারী
আমি তোমার
অনুগত শিষ্য !
কিন্তু,
তুমি যে
মহামানব !
পূর্ণ হউক
এ প্রান
তোমার আদর্শে !
আমি নিতান্তই এক
মানবিকতার পূজারী !
তোমার নির্মাল্য
দিও
পূর্ণতা পাক
অপূর্ণ এ হৃদয় ! -১৪.০৫.২০১৪

Tuesday, 13 May 2014

~ অন্তহীন ~

মনের
প্রতি পাতায়  
প্রতিটি বিরাম চিন্ন্হের
আগে
একটি  দীর্ঘশ্বাস-এর পরে
আজও
তুমি
অনিবার্য !-১৩.০৫.২০১৪  

~ অপ্রেম ~

নিজের সত্য 
বিসর্জন দিয়ে 
আর যাই হোক 
ভালোবাসা যায় না !-১৩.০৫.২০১৪

Monday, 12 May 2014

~ মানুষ ~

আরও বেশি কিছু
চাও !
রেস কোর্সের
ঘোড়া নই যে !
দ্বিপদ মেরুদন্ডি
স্ত্যান্যপায়ী মানুষ !-১২.০৫.২০১৪

~ শুকতারা ~

সবে ছক
ভাঙ্গার শুরু
ধুরবতারা
যে আজও
শিশু মনের
শুকতারা !- ১২.০৫.২০১৪

~ নিষিদ্ধ পল্লি ~

অন্ধিকারে কেউ আসেনা
প্রবেশ অবাধ
নিষিদ্ধ পল্লি
জনগনের স্বার্থে !-১২.০৫.২০১৪
**************************
Entry isn't 
Provisional here
Red-light area
Is for public convenience.-12.05.2014

~ চাঁদের কলঙ্ক ~

আমার অর্ধনগ্ন অস্তিত্ব
জন্ম-জন্মান্তর তৃষিত
এ হৃদয় !
তোমার ঋণী -
আমার প্রতিটি
বিনিদ্র রাত্রি
কেবলি অসম্পূর্ণ !
কেবলি শুন্য -
তুমি দিয়েছো
পূর্ণতা
নিষ্কলঙ্ক এ শশী
করেছো কলঙ্কিত !-১২.০৫.২০১৪

~জ্যোত্স্না-রাত্রি ~

সিড়ি ভেঙ্গে
জ্যোত্স্না এসেছিল
ছায়া মাড়িয়ে
রাত যেতে পারেনি !-১১.০৫.২০১৪

Sunday, 11 May 2014

~ মীরা ~

ভালোবাসা  চায়
ষোলোকলা !
তুমি চির অধরা
মীরা !-১১.০৫.২০১৪

~ চাক্ষুস ~

সম্পর্ক টা
ঠিক
তোমার আমার নয় !
কোনদিন
যে শিকড় চুন্য়েছিল
মাটি কে
তার-ই প্রমান !-১১.০৫.২০১৪
***********************
The relation is
Never all about
You & Me
Rather than
It signifies
That someday
The root & soil
Are in Live-in.-11.05.2014

~"তোমার ঋণ" ~

"তোমার ঋণ"
দেখছো
আজও কত অবুজ
আমি !
তোমার
হলে সে কি ঋণ হয় !
তবুও তো দুরে
ইচ্ছা থাকলেও যে
উপায় নেই !
তবুও বলি শোনো -
আজও তোমার দোসর কেউ হয়না !
হবেনা কোনোদিনও
সূর্য আছে বলেই তো
চাঁদের জ্যোত্স্না
তুমি ছাড়া
আমি
সে কেবল
দুস্বাপ্নেই হয়
........"মা" ........ -১১.০৫.২০১৪

Saturday, 10 May 2014

~ প্রেম তত্ব ~

শরীর থেকে মন কে
যেদিন
আলাদা করতে পারবে
সেদিন তুমি আমার....!-০৯.০৫.২০১৪
===------------**********
The day you can
Distinguish between
Soul & Body
I'll be all Yours...!-09.05.2014

~ পাপ ~

=====*****=======
তোর্ ঋণ শোধ করতে পারবো না
তাই তোকে আর ভালোবাসিনা
এ শরীর জুড়ে অনেক পাপ
তোকে দিতে পারবো না !-০৯.০৫.২০১৪
===*****===
***=====***
The debt you owe to me
I can hardly ever repay.
So many sins around my body
How can I give it to You........!-09.05.2014
******=============*************

Thursday, 8 May 2014

~ গুরুপ্রনাম ~

তুমি চলে গেলে
যেতেই হতো !
তবু যদি
দিয়ে যেতে
এক বিন্দু চরণামৃত
বা কিছু ধুলিকণা !
মুছে যেতে দিতাম
না -
তোমার পায়ের চিহ্ন !
ধরে রেখেছি বুকে
আজও প্রানে নিতে পারিনি !-০৮.০৫.২০১৪

~ 2.বন্ধ্যা মা ~

তুমি স্বপ্নের বর্ণনা চাও
বলুক না বিজ্ঞান
স্বপ্নের রং হয়না
কিন্তু,জীবন কি সাদা -কালো হয় !
আমরা সকলেই তো চাই
তাকে সাজাতে
নিজের মনের মতো করে !
তবে,
তুমি তো অবাঞ্চিত প্রত্যাশা করোনি
নাই তোমার প্রত্যাশা অহেতুক !
এ বাসনা তো প্রতিটি নারী মনের
একটি শিশু
নির্মল,নিস্পাপ ,অবুঝ ,অসহায় !
কিন্তু,তুমি তো শিশু  নও
তুমি প্রাপ্তবয়স্কা ,পুর্ণযৌবনা
তবুও কি পেলে
বরং বলি , কেন চেয়েছিলে -
যা নয় তোমার !
তোমার মতো কতই তো
নিজেদের যৌবন উজার করে
রাতের পর রাত
দিনের পর অন্ধকার দিন
কেন -
ওদের ইচ্ছা হয়না
....."মা হই ".......
কেন বোঝোনা ইশ্বরের বিচার -কে
সমাজের কথায়
চোখের জল ফেলো !
হতেই যদি হয়
হও তবে টেরেসা মা
সারদা মা
সর্বপরি ,বন্ধ্যা মা !
সবশেষে বলি দিদি ,
স্বপ্ন কোনদিন সত্যি হয়না
তাই সুখের স্বপ্ন দেখো না !-০৮.০৫.২০১৪

~ তুলি-রামধনু বার্তালাপ ~

রামধনু :আচ্ছা তুমি কি পূর্বরাগ বোঝো ?

তুলি :পূর্বরাগ !ও মা ; সে  তো আগে শুনিনি।

রামধনু :তুমি আমার কেমন সই,যে পূর্বরাগ বোঝো না !

তুলি:ও মা !তা তোমার পূর্বরাগ কি এমন ;যে তা না জানলে মহাভারত অশুদ্ধ হয়।

রামধনু :মাপ করো!তোমাকে বলা আমার ঘাট হয়েছে।বলো তো বাপু কান ধরে উঠবোস করি।

তুলি :তা করো;সারাদিন তো তোমার ঐ পড়াশুনো। বলি ,কাজকর্ম তো কিছুই নেই।

রামধনু :বাঃ রে ,এই কথার কী এই উত্তর হয়। গিন্নি মা'কে কিছু বলাই বিপদ।

তুলি :আচ্ছা বাপু ,বলো শুনি ;কি তোমার ঐ পূর্বরাগ।

রামধনু :আহা ;ওভাবে বোলছো কেন !পূর্বরাগ হলো অদৃশ্য প্রেম।

তুলি :ও হরি !প্রেম তাও আবার অদৃশ্য। তা কি তার রকমসকম শুনি বাপু।

রামধনু :এই না তুমি সাহিত্যের পোকা। তা তুমি কি জানো না মনমোহন এর বাঁশি শুনে রাধিকা যে তার প্রেমে পড়েছিলেন।

তুলি :সে জানবো না কেন;তবে তার সাথে এই পূর্বরাগের সম্পর্ক কোথায়। তাই তো জানতে চাই।

রামধনু :এ আমি কোন অভাগীর প্রেমে পলাম গো ঠাকুর !

তুলি :কি বললে ;আমি অভাগী !আর তুমি কি মুখপোড়া মিনসে একখানা।

রামধনু :শান্ত হও,সখী শান্ত হও !আমাকে অন্ততঃ শেষ করতে দাও।

তুলি :তোমার আবোল-তাবোল তুমি আওড়াও;আমি শুনবো কেন !

রামধনু :আহা ,এই সামান্য কথায় কেউ কি অভিমান করে। আমি না তোমার প্রাণনাথ !

তুলি :তবে আমায় অভাগী বললে কেন ?

রামধনু :সে তো স্নেহের বশে। এবার বলি শোনো-তা এই যে মনমোহনের বাঁশি শুনে রাধিকার প্রেম ভাবের উত্তরণ। মনমোহন কে নিজ চক্ষে প্রত্যক্ষ  না করে। একেই বলা হয় পূর্বরাগ !

তুলি :এ তো দারুন কথা প্রাণনাথ। আমি তো আগে জানিনি।

রামধনু :তাই তো তুমি আমার অবুজ পিয়া। তা আজ কি রাঁধলে।

তুলি :সে খেয়াল আছে তবে !তা বেলা তো হলো ;জলকে চলো !-০৭.০৫.২০১৪

Wednesday, 7 May 2014

~"এ তুমি........"~

=======
১)এ তুমি 
কেমন তুমি 
চাতক সাজো
প্রেমের শ্রাবনে !
===
 ২)এ তুমি
কেমন তুমি 
তৃষ্ণা খোঁজো 
নন্দন কাননে !
===
৩)এ তুমি   
কেমন তুমি 
উজানে হাঁটো
প্রেম প্লাবনে !
===
৪)এ তুমি   
কেমন তুমি 
রামধনু আঁকো
ভরা শ্রাবনে !
===
৫)এ তুমি   
কেমন তুমি 
কেবলি দাও 
নাওনা কিছু !
===
৬)এ তুমি   
কেমন তুমি 
সব জেনেও 
অবুজ সাজো !
===
৭)এ তুমি   
কেমন তুমি 
দুয়ার সমুখে 
সজল নয়নে !
===
৮)এ তুমি   
কেমন তুমি 
তোমাতেও তুমি 
আমাতেও তুমি !
===
৯)এ তুমি   
কেমন তুমি 
বুঝেও বুঝিনি
এমন তুমি !
=======-০৭.০৫.২০১৪

~ নিবেদন ~

কেন চাও প্রমান 
যা দিতে পারিনা
দিতে পারি 
এমন অনেক কিছু 
অপ্রত্যাশিত যা 
ভাবোনি কখনও !-০৭.০৫.২০১৪

Monday, 5 May 2014

~ কাটা ঘুড়ি ~

যেদিন আমার
কাটা ঘুড়ি
তোর্ ছাদে
গিয়ে পড়বে
বুঝবি -
আর নেই !
একবার আসিস
বুকে আগুন জ্বেলেছিস
মুখেও আগুন দিস !
আমার সংসার -সমাজ
সবই তোকে ঘিরে
নিঃস্বাস হোক না
বিশ্বাসঘাতক !
একবার আসিস
চোখে শ্রাবণ দিয়েছিস
মুখেও আগুন দিস ! - ০৫.০৫.২০১৪

"অনুরাগ-এর ছোঁয়া ....."

ছেলেটা বলেছিল
"ভালোবাসি"
মেয়েটা বোঝেনি !
সেই ছেলেটাই বললো
"আমি অনুরক্ত "
মেয়েটা হেসেছিল
কিছু বলেনি !
সেদিন
ছেলেটা বুঝেছিল -
কেন মেয়ে'রা
ভালোবাসা বোঝেনা।
তারা যে চায়
"অনুরাগ-এর ছোঁয়া ....."!-০৫.০৫.২০১৪

~ পাদদেশ ~

ঐ যে পর্বত শিখর
শেরপাদের আঁতুড়ঘর !
ওই যে সুগভীর উপত্যকা
আজও আদিম 
বাসনাদের বাসরঘর !-০৫.০৫.২০১৪

Sunday, 4 May 2014

~ গুরু গোঁসাই ~

শিশু যেমন দেখে চাঁদ 
তেমনি দেখেছি তোমায় !
সেদিন বুঝিনি 
আজ বুঝি !
তুমি আমার 
অনুচ্চারিত আকুতি 
শুনেছিলে !
তাইতো দিয়েছো
উত্তরাধিকার !
দিয়েছো
অমরত্ব
আস্বাদের সম্মতি !
বাউল এ মন
পেয়েছে
তার গুরু গোঁসাই ! - ০৫.০৫.২০১৪

~ স্বমেহন ~

কবি'র
স্বমেহন
" কবিতা "-০৪.০৫.২০১৪

~ সুতপা কে সুব্রত ~

প্রিয় সুতপা ,
................................আমি লেখক নই, কিন্তু তোমার ছেলে সে তো আজ বড় কবি জিজ্ঞেস করেছিলাম ,কেন এমন হলি। সদুত্তর পাইনি,হয়তো বলতে চেয়েছিল "আরও অনেক কিছুই হতে পারতাম ,যদি তুমি পাশে থাকতে।"আমি জানি আমি অপরাধী,তোমার অপরাধী !দীর্ঘ সাতাশ বছরের বিবাহিত জীবন আমাদের যার অধিকাংশ-টাই তুমি-আমি পৃথক !তবে শুধু যে তোমার থেকে তা নয় ,আমি ব্রাত্য করেছি নিজেকে এই সমাজ থেকেই !তুমি নেই বলে সেই স্থানে অন্য কাওকে বরণ করে নিইনি !যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম সেই শারদ প্রাতে ,তোমাকে আপন করে নিয়েছিলাম সেদিন থেকেই ;অন্য সকলের মত আমাদের সম্পর্ক পেয়েছিল সামাজিক স্বীকৃতি। সাত পাকে আমরা বাঁধা পরেছিলাম। তারপর এক এ একে আমাদের সন্তান'রা এলো তোমার মা কত যত্ন করে ওদের নাম দিল !তোমার বড় ছেলে রাজা ভালো নাম "সৌরভ ";ভাবো তো আজ সেও কিনা সন্তানের পিতা, ২৫ বছর-এর যুবক !তোমার মেজ ছেলে তথাকথিত কবি নাম "গৌরব";আর তোমার কনিষ্ঠতম সন্তান যার জন্মের ৯ মাস পর তুমি আমায় বিদায় জানিয়েছিলে;আমার অক্ষমতার কথা নতুন করে তোমায় কিছু বলার নেই ,তা তুমি ভালই জানো!কিন্তু আমি কৃতজ্ঞ তোমার ভাইদের কাছে !যারা নিজেদের স্বার্থ বিসর্জন দিল আমাদের সন্তানদের মানুষ করতে !আজ তাদের দু'জন স্বাবলম্বী একজন কৈশোরের বিদায়বেলায় !কিন্তু জানো আমি এমনটা হতে চাইনি,আবার ও বলছি আমি তোমার ক্ষমার যোগ্য নই ;আর তা পেতেও চাইনা !ঈশ্বর আমার বিচার করবেন ,বিচার করবে আমাদের সন্তানেরা!তুমি ভালো থেকো !

........................................................................তোমার অপরাধী,
........................................................................................সুব্রত

~ সুখ ও শান্তি ~

সুখ
অভিজ্ঞতার ফসল
শান্তি
শেষ নিঃশ্বাস!-০৪.০৫.২০১৪ 

Friday, 2 May 2014

~ অপ্রাপ্তি ~

সাহারার
ব্যাপ্তি ছিল
ছিল না তো
শুধু
প্রশান্তের
গভীরতা.....!!!-০৩.০৫.২০১৪

~তৃষ্ণা~

সাহারা কে দিয়েছি
এক বিন্দু
জল !
দেখবো
চাতক কিভাবে
মেটায় তৃষ্ণা !-০২.০৫.২০১৪

~ অনুরাগ ~



কিছু কথা
যা আগে বলিনি
আজ অনুরাগ হয়েছে !
অনেক
শ্রাবনধারা
যা শুধুই ঝরে গেছে -
অর্থ আজও বুঝিনি
শুধুই কি ভালোবেসেছিলাম -
ভালোবাসা কি ছিল না !
জিজ্ঞেস করলাম
পথের ধুলো -কে
উড়ে গেল
চোখের পলকে
যেন বলে গেল
"ভালোবাসা আর ভালোবাসা নেই
অনুরাগ হয়েছে !"-০২.০৫.২০১৪

Thursday, 1 May 2014

~ তুলি কে রামধনু ~

প্রিয় তুলি ,
..............................তুমি জনাতে চেয়েছিলে কি দিতে পারি তোমায় !
আচ্ছা ,তুমি কি বলতে পারো;নদী তো সাগর কে দিয়ে তৃষ্ণা মেটায়
তবে সাগরের তৃষ্ণা মেটে কিসে !
দিগন্ত কে ছুঁয়ে সে যে কেবলি আকাশ পানে চেয়ে থাকে !
কেউ কোনদিন পারে তার তৃষ্ণা নিবারণ করতে !
তবে তুমি বোলো আমি এক ক্ষুদ্র মানব কি পারি দিতে তোমায় !
যা কিছু আমার
সে তো সবটাই তোমার !
তুমি ছাড়া আমি
সে কি প্রকৃতি মেনে নেবে !
.................................................................একান্তই তোমার ,
 ........................................................................................রামধনু 

~ চাহিদা বনাম বাসনা ~

চাহিদা চিরদিন অসামাজিক
বাসনা লাগাম ছাড়া !-০১.০৫.২০১৪

প্রেম

ফুল ভালোবাসে ফল কে 
ভ্রমর চায় মধু !-০১.০৫.২০১৪

~ উন্মাদ ~

তুমি উন্মত্ত
তুমি সংজ্ঞাবিহীন
তুমি বেহিসাবী স্বাধীন
তাই সভ্যতার অভিধানে
তুমি উন্মাদ !-০১.০৫.২০১৪

~ পূর্নিমা ~

মেঘের কপালে
চাঁদ মামার টিপ
আজ পূর্নিমা !-৩০.০৪.২০১৪