Monday, 26 May 2014

~ পেন্ডুলাম চরিত(২) ~

তার মতিগতি ভালো নয়
সে কেবল তোমায় চায় !
স্বাধীনতার বড় দায়
সে কেবল তোমায় চায় !
দিব্যি ছিল খামখেয়ালী
তোমায় পেয়ে হলো বাওয়ালী !
কি যে করি
বোঝা দায়
সে কেবল তোমায় চায় !
আমার দীর্ঘশ্বাসে
তোমায় চায় !
প্রতিটি উচ্ছাসে
তোমায় চায় !
প্রতিটি ক্ষণে
দিনে বা সনে
বিনা শমনে
বিবস্ত্র বসনে
সে যে কেবল তোমায় চায় !-২৩.০৫.২০১৪

No comments: