Thursday, 22 May 2014

~ রাত এলো না কেন ~

ছায়া  ফেলে যদি
দৈর্ঘের পরিমাপ হতো !
সবার প্রথম
স্বপ্ন কে মাপতাম
তারপর বাস্তব
সবশেষে সময় !
দিন তো গেলো
তবে রাত এলো না কেন !-২১.০৫.২০১৪ 

No comments: