Thursday, 1 May 2014

~ তুলি কে রামধনু ~

প্রিয় তুলি ,
..............................তুমি জনাতে চেয়েছিলে কি দিতে পারি তোমায় !
আচ্ছা ,তুমি কি বলতে পারো;নদী তো সাগর কে দিয়ে তৃষ্ণা মেটায়
তবে সাগরের তৃষ্ণা মেটে কিসে !
দিগন্ত কে ছুঁয়ে সে যে কেবলি আকাশ পানে চেয়ে থাকে !
কেউ কোনদিন পারে তার তৃষ্ণা নিবারণ করতে !
তবে তুমি বোলো আমি এক ক্ষুদ্র মানব কি পারি দিতে তোমায় !
যা কিছু আমার
সে তো সবটাই তোমার !
তুমি ছাড়া আমি
সে কি প্রকৃতি মেনে নেবে !
.................................................................একান্তই তোমার ,
 ........................................................................................রামধনু 

No comments: