Friday, 16 May 2014

~ অপরিমেয় ~

দিন -ক্ষণ
দেখে
প্রেম হয়

আমার ধারণার অতীত
চাতকের তৃষ্ণা
সাগরের গভীরতা
চিরদিন অপরিমেয় !-১৬.০৫.২০১৪ 

No comments: