তোমার অনুপ্ভুক্ত তনু
আমি জন্মান্তর তৃষিত বেদুইন !
তোমার পর্বত
মসৃন
তাতে ঢেউ খেলে !
আমার জিভ
আগুন ও জল
একসাথে !
এই প্রথম
তারপর
নামতে থাকি
নাকি
আবিস্কার করি
সৃষ্টি রোহোস্যো !
তোমার নাভি
আমার দু'চোখ টানে
আটকা পরে ভাবি
এতদিন ছিলে মায়া
সে কি তুমি !
তোমার গিরিখাত
অসীম উরু
প্রেমের প্লাবনে আমি
বানভাসি !
সবই তো আমার
আজ শুধু
তুমি আর আমি !-21.05.2014
আমি জন্মান্তর তৃষিত বেদুইন !
তোমার পর্বত
মসৃন
তাতে ঢেউ খেলে !
আমার জিভ
আগুন ও জল
একসাথে !
এই প্রথম
তারপর
নামতে থাকি
নাকি
আবিস্কার করি
সৃষ্টি রোহোস্যো !
তোমার নাভি
আমার দু'চোখ টানে
আটকা পরে ভাবি
এতদিন ছিলে মায়া
সে কি তুমি !
তোমার গিরিখাত
অসীম উরু
প্রেমের প্লাবনে আমি
বানভাসি !
সবই তো আমার
আজ শুধু
তুমি আর আমি !-21.05.2014
No comments:
Post a Comment