=======
১)এ তুমি
কেমন তুমি
চাতক সাজো
প্রেমের শ্রাবনে !
===
২)এ তুমি
কেমন তুমি
তৃষ্ণা খোঁজো
নন্দন কাননে !
===
৩)এ তুমি
কেমন তুমি
উজানে হাঁটো
প্রেম প্লাবনে !
===
৪)এ তুমি
কেমন তুমি
রামধনু আঁকো
ভরা শ্রাবনে !
===
৫)এ তুমি
কেমন তুমি
কেবলি দাও
নাওনা কিছু !
===
৬)এ তুমি
কেমন তুমি
সব জেনেও
অবুজ সাজো !
===
৭)এ তুমি
কেমন তুমি
দুয়ার সমুখে
সজল নয়নে !
===
৮)এ তুমি
কেমন তুমি
তোমাতেও তুমি
আমাতেও তুমি !

No comments:
Post a Comment