Thursday, 8 May 2014

~ গুরুপ্রনাম ~

তুমি চলে গেলে
যেতেই হতো !
তবু যদি
দিয়ে যেতে
এক বিন্দু চরণামৃত
বা কিছু ধুলিকণা !
মুছে যেতে দিতাম
না -
তোমার পায়ের চিহ্ন !
ধরে রেখেছি বুকে
আজও প্রানে নিতে পারিনি !-০৮.০৫.২০১৪

No comments: