Thursday, 8 May 2014

~ 2.বন্ধ্যা মা ~

তুমি স্বপ্নের বর্ণনা চাও
বলুক না বিজ্ঞান
স্বপ্নের রং হয়না
কিন্তু,জীবন কি সাদা -কালো হয় !
আমরা সকলেই তো চাই
তাকে সাজাতে
নিজের মনের মতো করে !
তবে,
তুমি তো অবাঞ্চিত প্রত্যাশা করোনি
নাই তোমার প্রত্যাশা অহেতুক !
এ বাসনা তো প্রতিটি নারী মনের
একটি শিশু
নির্মল,নিস্পাপ ,অবুঝ ,অসহায় !
কিন্তু,তুমি তো শিশু  নও
তুমি প্রাপ্তবয়স্কা ,পুর্ণযৌবনা
তবুও কি পেলে
বরং বলি , কেন চেয়েছিলে -
যা নয় তোমার !
তোমার মতো কতই তো
নিজেদের যৌবন উজার করে
রাতের পর রাত
দিনের পর অন্ধকার দিন
কেন -
ওদের ইচ্ছা হয়না
....."মা হই ".......
কেন বোঝোনা ইশ্বরের বিচার -কে
সমাজের কথায়
চোখের জল ফেলো !
হতেই যদি হয়
হও তবে টেরেসা মা
সারদা মা
সর্বপরি ,বন্ধ্যা মা !
সবশেষে বলি দিদি ,
স্বপ্ন কোনদিন সত্যি হয়না
তাই সুখের স্বপ্ন দেখো না !-০৮.০৫.২০১৪

No comments: