Friday, 2 May 2014

~ অনুরাগ ~



কিছু কথা
যা আগে বলিনি
আজ অনুরাগ হয়েছে !
অনেক
শ্রাবনধারা
যা শুধুই ঝরে গেছে -
অর্থ আজও বুঝিনি
শুধুই কি ভালোবেসেছিলাম -
ভালোবাসা কি ছিল না !
জিজ্ঞেস করলাম
পথের ধুলো -কে
উড়ে গেল
চোখের পলকে
যেন বলে গেল
"ভালোবাসা আর ভালোবাসা নেই
অনুরাগ হয়েছে !"-০২.০৫.২০১৪

No comments: