Thursday, 29 May 2014

সুমিত্রা দি তোমার প্রশ্নের উত্তরে ..........



তোকে বলবো মনে করেও
বলা হয়নি
ভেবেছিলাম সেদিন তুই বুঝি অবুজ
তাই বলিনি !
আজ তুই
বড় হয়েছিস
দূর দেশে
একলা পাড়ি দিস 
ভয় করে না !
আগে মনে পরে তুই বলতিস
কত কথা !
আজ তুই বড় হয়েছিস
ভালো -মন্দ বুঝতে শিখেছিস
আর কথাও বলিস না
মনে রেখেছিস শুধু !
তবুও
বলবো মনে করেও বলা হয়নি
আমিও মনে রেখেছি !
শুধু মনে নয়
প্রানে ধারণ করতে চেয়েছি
চেয়েছি আত্মার সাথে একাত্ম করতে !
পেরেছি কিনা
জানিনা
আজও বলতে পারিনি যে
কেবলি মনে রেখেছি
প্রানে করেছি ধারণ
আত্মায় একাত্ম !-২৯.০৫.২০১৪
 

No comments: