Wednesday, 14 May 2014

তথাগত

তুমি কি শান্তির দূত 
তবে আমি 
তোমার 
দাসানুদাস !
তুমি মানবিকতার
ধ্বজাধারী
আমি তোমার
অনুগত শিষ্য !
কিন্তু,
তুমি যে
মহামানব !
পূর্ণ হউক
এ প্রান
তোমার আদর্শে !
আমি নিতান্তই এক
মানবিকতার পূজারী !
তোমার নির্মাল্য
দিও
পূর্ণতা পাক
অপূর্ণ এ হৃদয় ! -১৪.০৫.২০১৪

No comments: