Thursday, 22 May 2014

~ ভালোবাসার জন্ম ~

সেদিন যখন 
আমার আঙ্গুল
আঁচড়ে দিল তোমার চুল 
সেই থেকে কবিতার জন্ম !
তারপর -
সেই আঙ্গুল নেমে এলো
দুটো গোলাপের পাঁপড়ি 
আলতো করে ছুঁলো !
তখন তুমি সম্ভ্রম হারিয়েছো
একটা সুতো কোথাও নেই 
তোমার ত্রিসীমানায় !
তারপর -
সেই আঙ্গুল ছুঁলো তোমার 
নিঃশ্বাস !
শুধুই নিঃশ্বাস ?
না -
শুধু নিঃশ্বাস নয়
সঙ্গে তোমার হৃত্পিণ্ড !
সে যে তখন ধুমকেতু 
আছড়ে পড়ছে
আমার ঠোঁট ছাড়িয়ে -
আরও গভীরে 
আরও গভীরে !
হঠাতই পালাবদল
যেন প্রশান্তের বুকে আছড়ে পড়ল 
দামাল সুনামি !
আমি অস্থির
আমি যে প্রকৃতিরই অঙ্গ !
উতলা আমার অস্তিত্ব্য
আমি ও তুমি তে একাকার !
ভূগোলের যেমন মুল্মধ্যরেখা 
তেমনি তোমার নাভি !
নামতে থাকি -
আরও চাই তোমাকে !
তুমি ফিরিয়ে দাও না 
আরও কাছে ডাকো !
অস্ফুটে বোলো
আমি দেখতে পাই 
উন্মুক্ত বিভাজিকা 
আমায় ডাকে !
আমি বেপরোয়া 
আগুনে জল দিতে যাই !
আগুন নেভে না 
জ্বালা আরো বাড়ে 
সমান্তরালে আমার তৃষ্ণা !
আমার জিভ শুকিয়ে কাঠ 
না ;আর নয় -
এবার অপেক্ষার যবনিকা পতন !
অস্থির বাতাস স্তব্ধ 
তোমার চোখে লাল 
আমার চোখে নীল !
সমস্ত রং গুলিয়ে যায়
সব ঝাপসা !
কবিতা এখানেই শেষ 
এভাবেই জন্ম নেই ভালবাসা' !-২২.০৫.২০১৪ 

No comments: