Sunday, 4 May 2014

~ গুরু গোঁসাই ~

শিশু যেমন দেখে চাঁদ 
তেমনি দেখেছি তোমায় !
সেদিন বুঝিনি 
আজ বুঝি !
তুমি আমার 
অনুচ্চারিত আকুতি 
শুনেছিলে !
তাইতো দিয়েছো
উত্তরাধিকার !
দিয়েছো
অমরত্ব
আস্বাদের সম্মতি !
বাউল এ মন
পেয়েছে
তার গুরু গোঁসাই ! - ০৫.০৫.২০১৪

No comments: