Monday, 12 May 2014

~ চাঁদের কলঙ্ক ~

আমার অর্ধনগ্ন অস্তিত্ব
জন্ম-জন্মান্তর তৃষিত
এ হৃদয় !
তোমার ঋণী -
আমার প্রতিটি
বিনিদ্র রাত্রি
কেবলি অসম্পূর্ণ !
কেবলি শুন্য -
তুমি দিয়েছো
পূর্ণতা
নিষ্কলঙ্ক এ শশী
করেছো কলঙ্কিত !-১২.০৫.২০১৪

No comments: