শহরের ফুটপাথ
নিয়নের জ্যোত্স্না
একরাশ ধুলো
অজস্র ধুলিকনা !
শুধু রেটিনা নয়
আরও গভীরে
বুকের পাঁজর
ছাড়িয়ে
এক শীতল স্রোত !
সবটাই জানা
তবুও যেন নতুন
নিয়নের জ্যোত্স্না
একরাশ ধুলো
অজস্র ধুলিকনা !
শুধু রেটিনা নয়
আরও গভীরে
বুকের পাঁজর
ছাড়িয়ে
এক শীতল স্রোত !
সবটাই জানা
তবুও যেন নতুন
আদিম -অনন্ত
এ তৃষ্ণা !
সভ্যতার ইতিহাস খুঁড়েও
যার উত্তর পাবে না !
কিভাবে হয়
একটা বুক
একটা সাপ
একসাথে !-৩০.০৫.২০১৪
No comments:
Post a Comment