যদি ভালোবেসে থাকো
একটি কেবল কথা
না -
মুখ ফুটে বোলোনা যেন
সমাজ যদি বিরূপ হয় !
আমি তা চাইনা
আমি যে জন্মসুত্রে পুরুষ
পৌরুষ দিয়েছি অনন্ত কে
তোমাকে দিলাম প্রেম !
তুমি আমারই
লোকচক্ষুর অন্তরালে
আমার
একান্তই আমার
স্বপ্ন বিলাসিতায়
আমার কাব্যে -রচনায়
অনন্তের কাছে ঋণ নিয়েছি
তোমাকে !
শারীরিক সম্পর্কের অতীত
তোমার আমার আত্মার বন্ধন !
"আমার পরান যাহা চায়
তুমি তাই !"-২৯.০৫.২০১৪
একটি কেবল কথা
না -
মুখ ফুটে বোলোনা যেন
সমাজ যদি বিরূপ হয় !
আমি তা চাইনা
আমি যে জন্মসুত্রে পুরুষ
পৌরুষ দিয়েছি অনন্ত কে
তোমাকে দিলাম প্রেম !
তুমি আমারই
লোকচক্ষুর অন্তরালে
আমার
একান্তই আমার
স্বপ্ন বিলাসিতায়
আমার কাব্যে -রচনায়
অনন্তের কাছে ঋণ নিয়েছি
তোমাকে !
শারীরিক সম্পর্কের অতীত
তোমার আমার আত্মার বন্ধন !
"আমার পরান যাহা চায়
তুমি তাই !"-২৯.০৫.২০১৪
No comments:
Post a Comment