Monday, 5 May 2014

"অনুরাগ-এর ছোঁয়া ....."

ছেলেটা বলেছিল
"ভালোবাসি"
মেয়েটা বোঝেনি !
সেই ছেলেটাই বললো
"আমি অনুরক্ত "
মেয়েটা হেসেছিল
কিছু বলেনি !
সেদিন
ছেলেটা বুঝেছিল -
কেন মেয়ে'রা
ভালোবাসা বোঝেনা।
তারা যে চায়
"অনুরাগ-এর ছোঁয়া ....."!-০৫.০৫.২০১৪

No comments: