Saturday, 23 November 2019

অপরিমিত

অপরিমিত অনুশীলনেই
অব্যক্ত কথোপকথন
অযথা পরিহাস
সাকুল্যে সময় !
প্রতিকূলতার অনুকূলে
ভাঙা গড়া
আগা গোড়া !
আড়ম্বরহীনতায়
অভিমানী রাধিকা
বিমুখ !
পরিত্যাক্তা মীরা
অসহায় ! - ২৪.১১.২০১৯

Thursday, 12 September 2019

অসংযত

তোর অভ্যেস অহংকার
আমার অতীত ক্ষয়
ভয় করবো কাকে
অপরিকল্পিত ভাঙ্গনে
জরাজীর্ণ জীবন
ব্যর্থতা ছিলো
তথাগত 'র ও জীবনে
আমি নগন্য ওর কাছে
সংযম আমার নয় !-১৩.০৯.২০১৯

Monday, 9 September 2019

চেতনা ও জল

জল অনেকেই বলে থাকে
আমি বলি চেতনা
শৈশব যেমন প্রাণচঞ্চল
আনচান যেমন যৌবন
স্থবির বার্ধক্য
আপেক্ষিকতার অনিবার্য
প্রতিচ্ছবি দেখি আমি
সৌজন্যে জল
আমি বলি চেতনা !
স্পন্দন ধরা দেয় প্রথম
বুঝি এলো যৌবন
যন্ত্রনায় কাতর শিশু
জীবন জলপ্রপাত
আবার বার্ধক্যে আবেগহীন
বুঝি ডাক এসেছে
দুয়ারে দাঁড়ানো অনন্ত
আহ্বান শুনি !
বিমূর্ত স্মৃতিরা একসারি জমা হয়
পরিযায়ী বিহঙ্গের ন্যায় উড়ে যায় আয়ু
চেতনা তখন ক্লান্ত
আয়না মনে হয় আতস
খোলা জানালা এক চোখ আকাশ
চেতনা'র যাত্রা অবিরাম
"বেলা হলো;জল কে চলো" !-০৯.০৯.২০১৯

Wednesday, 31 July 2019

আত্মসমর্পণ

আত্মসমর্পণ
এ কেমন পর্যায়
পরাজিত তবু নই নতশির
সঙ্গহীন এ কেমন সময়
সঙ্গে কেবল শূন্য
আমাকে ফিরিয়ে নাও !-০১.০৮.২০১৯

Tuesday, 25 June 2019

নদী 'র নাম সীমা

আমার ছেলেবেলা
ছেলেবেলা জুড়ে এক নদী
আমি তখন ছোটো
সাহস হয়নি
কাছে যাই
ও'কে বলি
ভালোবাসি !
আজ দু 'দশক পেরোনো
নদী যুবতী
ও'র বুকে অনেক চিহ্ন
আঘাতে জরাজীর্ণ !
পুরুষের সাধ্য কতটুকু
নদী তা জানেনা
ও শুধু বোঝে দোস্তি
ও'র বিশ্বাস ছোটোবেলা
আবারও ফিরে আসবে !
মাপা দূরত্ব দু'জন আবারও
দুচোখে বিশ্বাস
জীবন থাকতে মুখোমুখি
যদি একবার হই
নদী 'কে বোলবো
কতটা ভালোবাসি !- ২৬.০৬.২০১৯

Monday, 24 June 2019

অভ্যস্ত

অনিশ্চয়তা'রা অভ্যাস হয়ে যাচ্ছে
যেন পবিত্রতা বয়ে আনা
আজানের সুর !
পুরুষ ধৃতরাষ্ট্র হলেও
তাতে
গান্ধারী'র
কৌমার্য অক্ষত থাকেনা !
অমরত্বের প্রত্যাশা
প্রেমের সর্বত্র
স্রোতহীনা স্রোতস্বিনী
প্রত্যক্ষ মরীচিকা !
খোদা'র কসম সেখানে
মিথ্যা অঙ্গীকার !
কাঁটাতারে আকাশ ভাগ হয়না
জীবন -কে সংজ্ঞা দেবে
এমন পরিভাষা বিজ্ঞানে অচল !
অপেক্ষা'র একাগ্রতায়
বিনম্র সমস্ত প্রতিকূলতা !
পথ চেয়ে জীবন
আরও একটা রাত
অনিশ্চয়তা'রা অভ্যাস হয়ে যাচ্ছে !-২৫.০৬.২০১৯

Sunday, 23 June 2019

মুখোমুখি

অপেক্ষা দীর্ঘতর হতে যায়
প্রত্যাশার দীর্ঘসূত্রিতা
রাত নামায়
সেবা'র ছুতোয়
মন্দির মসজিদ গির্জাগামী মানুষ
অপ্রত্যাশিত পথের বাঁকে
প্রাক্তন বর্তমান মুখোমুখি !-২৪.০৬.২০১৯

Saturday, 22 June 2019

জীবন কে লেখা চিঠি

জীবন কে লেখা চিঠি
জীবন
প্রযত্নে সীমা
ক্ষেত্রবিশেষে গৃহিনী আবার জননী
যুক্তি তর্কের আলো
যে অব্যক্ত অর্বাচীন
কথা জানেনা
সে কথা আজ তোমাকে
বোলবো
তুমি কে ?
তাইতো
তুমি সন্তান
প্রেমের ফসল
অবিনশ্বর চাক্ষুস !
তুমি কালপুরুষ
সময়ের দূত
তুমি ভাষার অতীত
নিতান্ত ক্ষুদ্র এ মানবের
বিশ্বজননী তুমি
বিপুলা পৃথিবী'র
অক্ষয় গর্ভের সিঞ্চিত সাধনা
সূর্যের দ্যুতি হার মানে
তোমার কাছে
জ্যোৎস্না যেন জলপ্রপাত
সদ্যযুবতীর পেলব স্পর্শ
ঝড় ওঠে তপোবনে
সব এলোমেলো হয়ে যায় !- ২২.০৬.২০১৯

Sunday, 9 June 2019

অনিন্দ্য-অহনা

সেদিনের পর থেকে অহনা
ঘর ছেড়ে বার হয়নি
বিশ্বাসের মূল্য চেয়েছিলো কেউ
ঘর ছেড়ে বার হয়েছিলো তাই
ঈদের চাঁদ সাক্ষী
যুগলবন্দী ভালোবাসা পথে পথে ফিরেছিলো
বাস ট্রাম ট্রেন সেরে
সমুদ্রের ধারে রুপোলি বালুচরে
ওদের শুভদৃষ্টি
রোমাঞ্চিত অহনা
সারা শরীরে শিহরণ
এই তো সেই মুহূর্ত
না জানি কতই কল্পনা'র ফসল
ঝড়ের রাতে অভিসারী ভালোবাসা
মূল্যবোধ তার সকল জলাঞ্জলি
প্রেম সাক্ষী সমুন্দর
সে যে কিছু নেয়না ফিরিয়ে দেয় ;
তাই হলো
ফিরে এলো একা অহনা
অনিন্দ্য'র খোঁজ পায়নি সে আর !-০৯.০৬.২০১৯

Friday, 7 June 2019

শুভেচ্ছা

শুভেচ্ছা জমা থাক
কবরে ফুল রাখতে এসো !-০৮.০৬.২০১৯

Saturday, 25 May 2019

নিরুদ্দেশ

ক্ষয়িষ্ণুতার অভ্যন্তরে
নীরব ফল্গুধারা
অন্তঃসলিলা দর্শন
মেঘের আড়ালে
জনসমুদ্র
একলা থাকার চেষ্টা
তবুও যেন নিরুদ্দেশ !-২৬.০৫.২০১৯

Friday, 24 May 2019

ক্ষয়িষ্ণু নীরবতা

ক্ষয়িষ্ণু নীরবতা
যেন করা বন্দী বিহঙ্গ
যতই দূরত্ব কমছে
যেন অজুহাত সন্ধানী হচ্ছি আমরা
ফসিলের উপর রং মেখে
সংসারী হচ্ছি আমরা !
তত্ত্বের বিন্দুমাত্র না বুঝে
তর্কের পাহাড়ে পেরোচ্ছি !
দিনান্তে অভাবের সংজ্ঞাটা মানসিক
ভালোবাসি যা তা একাকীত্ব
ক্ষয়িষ্ণু জীবন
মরণশীল আমরা
নীরবতার ভাষা তাই লিপিবদ্ধ
আজও তোমাতে বুঝিনি
নাকি তর্কের খাতিরে
সম্পর্কটা দূরত্বেই ভালো
নীরবতা ভালো নয় জানো
অন্ধ মনের গলি হন্যে
অনন্ত অপেক্ষা
ক্ষয়িষ্ণু নীরবতা !-০৪.০৯.২০১৮

বি. দ্র. অপ্রকাশিত একটি লেখা ;ইদানিং আর লেখা আসেনা !

Tuesday, 7 May 2019

ফেরারি

তোমার ঘরে ফেরা
ফেরারি আমি
তোমার অনেক দুঃখ
আমার বিতৃষ্ণা
ওরা তোমারই মতো
দুঃখ পোষে শুধু
নির্লিপ্ততা সময়ের দেওয়া
জীবন চলছে একরকম
ডুব সাঁতারে অনিশ্চয়তা অনেক
অবশ্যই বালুচর সমুদ্রের কাছে আণুবীক্ষণিক
কবি যে বলেছেন
"পুষ্প বনে পুষ্প নাহি ;আছে অন্তরে "!-০৮.০৫.২০১৯

Sunday, 5 May 2019

আমার যমুনা

অভিযোজিত একাকিত্ব 
বিলুপ্তপ্রায় আমিত্ব 
অভ্যেস চিরাচরিত 
যোজন ফারাক 
মুহূর্ত নির্বাক 
ঢেউ ভাঙা স্থিতি
স্রোতহীন আমার যমুনা !-০৫.০৫.২০১৯

Saturday, 4 May 2019

যৌবনে....

দূরত্ব জেগে থাকে
আলোকবর্ষ অন্তরালে
মেঘ বালিকা বৃষ্টি হয়
যুগান্তর অভিলাষে
সাগরের মতো গভীর কামনা আমার
তোর চোখে অহংকার অশনি
দাবানল পদ্মপাতায়
জল দাঁড়ায় না যৌবনে !-০৪.০৫.২০১৯

Thursday, 2 May 2019

অসহিষ্ণুতা

অসহিষ্ণুতা
নিত্য অভ্যাসে
সৌজন্যে
বেনামি জন্ম
গোধূলি লগ্নে
বিবস্ত্র মৃত্যু
লেখক হত্যার অভিলাষ
উদযাপনে ব্যাভিচার
সময়ের গর্ভে রহস্যের ছয়লাপ
মরীচিকার ঢেউ গোনে
নির্বাক কূটনীতি
চাণক্য থেকে জব চার্নক !-০২.০৫.২০১৯

Tuesday, 30 April 2019

অপ্রেমিক বেণীমাধব

বয়ে যাওয়া সময়
রূপান্তরে দর্পন
দৃষ্টি সুখ
তবুও যেন
অন্তঃসারশূন্য !

বীজ বিহঙ্গ ভূমি
সৃষ্টির প্রেখ্হিতে অসহিষ্ণুতা !

মান্ধাতার বিভাজিকা
স্বরলিপি ও সঙ্গম
নির্বিকার এক নদী বয়ে যায়
অঙ্গীকার হীন পৌরুষ
অপ্রেমিক বেণীমাধব !-০১.০৫.২০১৯

Monday, 29 April 2019

আমি ফিরবোনা...

নিজেকে দেওয়া কথা
সে কথা ভাঙবো কি করে
পিছন ফেরা হবেনা আর
পিছুটান আছে
চোখে জল আসে তাই
ডেকো না আমায়
আমি ফিরবোনা !-৩০.০৪.২০১৯

Friday, 26 April 2019

সোচ্চার

মুক্তি অভ্যাসের দাস
মৃদুভাষী অপেক্ষাদের
স্বরলিপি সচরাচর শোনেনা সময়
কবিতা'র খুব মন খারাপ
রক্তের মতই সাবলীল উপেক্ষা
পরিবর্তন আসে
আনে সময়
আরও আসে অপচয়
উপেক্ষিত অবক্ষয়
আদান ও প্রদান
মাংসের স্তুপে সেদিন
সাদা পায়রা ঘুমায়
নিষ্পাপ তার দৃষ্টি
মুক্তি অভ্যাসের দাস
মৃদুভাষী অপেক্ষাদের
স্বরলিপি সোচ্চার শোনেনা সময় !-২৭.০৪.২০১৯

Thursday, 18 April 2019

যদি না তুই ভালো থাকিস

অভ্যেস নেই
আসেনা আমার লেখা
যদি না তুই ভালো থাকিস
চোখ বুজে থাকি
কত সময় কেটে যায়
নির্জন চরাচরে সময়ের চোরাবালি
স্বরলিপি লিখবে সংলাপ
নিষ্পাপ এক মন তা পারে
আসেনা আমার লেখা
যদি না তুই ভালো থাকিস !-১৮.০৪.২০১৯

Thursday, 4 April 2019

পরিচিত পরাজয়

বিবেকের কাছে নতজানু
পরিচিত পরাজয়
আপেক্ষিক প্রতিকূলতা
ভালোবাসা দীর্ঘজীবী হও !

প্রিয় মৃত্যু'র ছায়া থাক
থাক রোগ থাকুক জড়া
তুমিও থেকো
আমিও থাকি !

অসৎ থাক অভাব থাক
প্রেক্ষাপটের অতীত
মোহনায় একদিন মুখোমুখি
বিবেকের কাছে নতজানু !

পরিচিত পরাজয় ....-০৪.০৪.২০১৯

Tuesday, 2 April 2019

মন থেকে লেখা

ক্লান্ত অবসন্ন
পথ ও পাথেয়
পিছুটান তোমার
অনাসক্তি আমার
বিবেকের কাছে হেরে যায়
বয়েসের আত্মগোপন
মনের কথা লেখা হয়না
মন থেকে লেখা হয়না !-০২.০৪.২০১৯

নিমেষের পলকে

যোগাযোগ নিভে আসে
ভালোবাসা
নিমেষের পলকে
রাজপ্রাসাদের ভিড়ে
ফকির
আমি আকাশ খুঁজি
অদম্য তৃষ্ণা
নিমেষের পলকে
কত যুগ কেটে যায়
তুই প্রেমিকা থেকে মা হোস
আমি প্রেমিক থেকে যাই
পিতৃত্ব আমার আসেনা !-০২.০৪.২০১৯

Monday, 1 April 2019

মধুচন্দ্রিমায়...

রোদ্দুর ছবি আমার বুকে
আগুন তোর চোখে
ছাই হয়ে যায় জল
ধোঁয়া ধোঁয়া
বিকেলে
পথ হাটি
তোর চোখে
আমার বুকে তোর বাসা
ভালোবাসা হয়না বলিস
আমার নিঃস্বাসে ভাসাবো আয়
বিশ্সাস করিস আমায়
আয় তোকে বৃষ্টি দেবো
নিয়ন আলোয় ছোঁবো না
তোকে দেখবো মধুচন্দ্রিমায় ! - ০১.০৪.২০১৯

Thursday, 28 March 2019

তুই বললে লিখতে পারি

তুই বললে লিখতে পারি
অনন্ত অবসরের অপেক্ষা
কিভাবে রাত নামে চোখের পাতায়
আকাশ মেঘ আর বৃষ্টি'র কথা
যা কেউ জানেনা
অভিমানী বৃষ্টি অনড় মেঘ
অসহায় আকাশ
সে অনেকদিনের কথা
নদী পথ চলা শেখেনি
অন্য বসন্ত তখন
কবি'র চোখ ফোটেনি
তুই বললে লিখতে পারি
শুধু তোর জন্যে !-২৮.০৩.২০১৯

Monday, 25 March 2019

কাল বলে কিছু হয়না

পাশে এসে বস কিছুক্ষন
চোখে চোখ রাখি
কালি জমেছে কলমে
লিখিনা অনেকদিন
আকাশে মেঘ করে কেন
আমি তো বলেছি
রামধনু দেখতে চাইনা
তুই কোথায় চলে যাস
তোর সময় বাঁধা আমি জানি
বাঁধা কক্ষপথ সকলের
আমার সকাল থেকে বিকেল
আমি হেঁটে বাড়ি ফিরি
হাঁটে আরও অনেক মানুষ
সময় কে ফাঁকি দেওয়া যায়
কবি'র চোখে সব ধরা পরে
তোর চোখে কেমন বন্য অহংকার
আমাকে বৃষ্টি দিবি রে
চোখে চোখ রাখবো
কাল বলে কিছু হয়না !-২৫.০৩.২০১৯

Saturday, 16 March 2019

বিবাহবার্ষিকী

বিশ্বাসের খেলাঘরে
বেহিসাবি হেসেছিলে
তুমি এসেছিলে
উজাড় করা বসন্তে
উন্মাদ ভিজেছিলে 
তুমি এসেছিলে
স্বপ্নিল ফেনিল ঢেউ
সাগর বুকে এনেছিলে
তুমি এসেছিলে
মিথ্যা মোহে বাঁধা
আজ সেই দিন
তুমি এসেছিলে !
বিবাহবার্ষিকী
অন্যদিনের মতোই
বেহিসাবি আমার জীবনে'র
অনিবার্য অবক্ষয়
তুমি এনেছিলে
এক ঐতিহাসিক অপূর্ণতা
পুনরাবৃত্তি'র ইতিহাস
তুমি লিখে গেলে
তুমি চলে গেলে !-১৫.০৩.২০১৯

সঞ্চয়ের অবকাশে

তোর হাসিতে বানভাসি চাঁদ 
ঝর্ণা গতিহীন 
পথ হারায় নদী 'রা 
মরুভুমি তে একরাশ সবুজ দেখি !
চোখের খোলা পাতায় 
আকাশ দিগন্তের মহামিলন
প্রশান্তের নির্লিপ্তি
অবগাহনের অপেক্ষায় জন্ম !
ঠোঁট নিয়ে কথা বলতে নেই
জন্ম মৃত্যু'র দূরত্ব ওরা বোঝেনা
ততবার এক হওয়া যায় কিনা
আমি ভাবি সঞ্চয়ের অবকাশে ! - ১৬.০৩.২০১৯

Thursday, 14 March 2019

জোনাকি আলোয়

জীবন কে অনেকটা
গুছিয়ে নিয়েছিস তুই
বর,সন্তান সংসার
আমার এলোমেলো
তেমনি রয়ে গেলো
এককামরা ঘর
জানলা দরজা চারপাই
তোর গৃহস্থ রকমারি আসবাব
শ্যাওলা জমা উঠুন এখন ঝা চকচক
আমার শহরে আলো অনেক
নকল মানুষ মুখোশ বেঁচে এখানে
লাল আলোয় জীবন থামে
দেনা তাতে বাড়ে ছাড়া কমেনা
তোর সাথে কথা বলে বুঝলাম
কেন অচিন পাখি ধরা দেয়
যাবো তো সবাই
গৃহপালিত হবো অসীমের পথিক
অন্ধকার নামে আমার ঘরে
জোনাকি পথ দেখায়
মৃত্যু উপত্যাকায় ! - ১৪.০৩.২০১৯  

Tuesday, 12 March 2019

ভবিষ্যতের মনু

তোকে চিনতে
বই পড়তে লাগেনা
দেশ কাল সময়ের উর্দ্ধে
তোর বিবেক মনু -কে সম্মান দেয়
জন্মের উত্তরাধিকার যে তোর
মনু অত ভাবেনা
বিবেকের পর্দা ওকে বাঁধেনা
বোরখা -আঁচল সেসব তোর অলংকার
যা কিছু আদিম
যা অসভ্য
তাই উত্তরাধিকারে মনু 'র
তুই নদী হোসনা
জীবন নিকৃষ্টের প্রাপ্য মনু কে বোঝা
মনু'র চোখে আঙ্গুল দিয়ে দেখা
স্বর্গের পথ নয় শুধু
যন্ত্রণার স্বরলিপি তোর প্রতিটি হাসি'র আড়ালে
মনু'র অহংকার কে ঘি দিসনা
মায়া কর সন্তান কে
মোহ দিসনা
তোর গর্ভে বিবেক পাক
ভবিষ্যতের মনু
অসীমের কাছে কামনা !-১২.০৩.২০১৯

Monday, 11 March 2019

গরমিল ছোট্টোবেলা

ছোট্ট আঙ্গুল গুলো
ভরসা খোঁজে
ভরসা দেওয়ার ভাষা ওদের অজানা
চুমু তখন আসেনি
হামি ছিলো অনেকখানি
ডিগবাজি ছিলো
ছিলো লুকো -চুরি
পানকৌড়ি'দের তারা করা রাখাল
আজ আর নেই
সূর্য ডুবতে বসলে
মাঠ থেকে বাড়ি ফেরা
আধো আলোয় খেলা'র মেয়াদ বাড়া
ওলট পালট হামাগুড়ি
রাংতা মোরা কাঁচের চুড়ি
বৃষ্টি ভেজা অলস বিকেল
বড়ো হওয়ার তাড়ায় গরমিল ছোট্টোবেলা !-১১.০৩.২০১৯

Sunday, 10 March 2019

একটা কাপ তুমি আমি

অভ্যেস নেই যে
মুখ লুকোবে
চোখে রাখো চোখ
হাত পেতে চেয়ো না
জানো না তুমি কে আমার
লুকোনো পরিচয় থাকে আমার
শেষ সঙ্গ দিতে দিয়ো
"চিত্ত যেথা ভয়শূন্য "
ঝড় অনেক দেখেছে দু'চোখ
বাঞ্ছারামের বাগানে ফুল অনেক
শুকনো পাতা দুটো একটা
শেষ চুমুকে না হয় একটা কাপ তুমি আমি !-১০.০৩.২০১৯

Friday, 8 March 2019

শক্তি রূপেণ সংস্থিতা

অন্তর্ঘাত ইতিহাসের প্রতি রন্ধ্রে
বুদ্ধিজীবীরা জানে সেসব
মস্তিষ্কের বিচারে অকুলান
তাই মনের কথা শোনে জনসাধারণ
তথাকথিত প্রকৃতি ও পুরুষ
একক সম্পূর্ণ নয়
তাই মিলনের সুর তোলে বসন্তসখা
আপেক্ষিকতা'র অন্য প্রান্তে
অন্তহীন ও দিগন্তের শেষের কবিতা
সবুজ দ্বীপে ঝিনুক ইচ্ছামৃত্যু অহরহ ! - ০৮.০৩.২০১৯

Thursday, 7 March 2019

জীবনের কেন্দ্র

আমার কথাদের
উপকথা
সাগরের নীরবতা
নদী'র বুক চিরে যায়
সব মেঘে বৃষ্টি নামেনা
জন্মান্ধ তবু বন্ধ্যা নয়
অন্ধ যে জন
জগৎের আলো তার চোখে আলেয়া
সৃষ্টি'র উচ্ছিষ্ট নাভি
আবার জীবনের কেন্দ্র !-০৭.০৩.২০১৯

Friday, 1 March 2019

জীবন করে আমাকে....

ভালোবাসতে পাথর ভেঙেছি
চোখ বুজেছি পাহাড় চূড়োয়
ঝর্ণা থেকে ঝাঁপিয়েছি
বালুচরে ঢেউ'দের তোয়াক্কা করিনি
ভালোবাসতে পারিনি
আজ তোর আলতো সুরে
সব জড়তা মুছেছে
জন্মান্তরের অন্ধ
আলো দেখেছে
ব্যাকরণ না থাক
অলংকার ছুড়ে ফেলে
তোকে খালি চোখে দেখবো
ভালোবাসতে দিবি আমাকে
পাথর আমি অনেকদিন
জীবন দিবি আমাকে !-০১.০৩.২০১৯

Thursday, 28 February 2019

বৈরাগী ,বনলতা ও সীমাহীন

তখন তুমি বনলতা
আমি তখন বৈরাগী
ক্লান্ত হলে
এলো চুলে কি যেন হারিয়ে যায় তোমার
আমি চিরুনি
মুগ্ধতার আবেশে জড়ানো
দুটি পাপড়ি
আমি হাত দিলে ঝর্ণা হয়ে যায়
মনোময় আকাশের বিস্তৃতি
শ্বেত শুভ্র শোভাময় তোমার বুক
আমার নখ অচল
জিভে তৃষ্ণা জন্মান্তর
তুমি ক্রমশ: আমাকে অধিকার করো
ছিনিয়ে নাও আমার দম্ভ
আমি সমতল
আমি তুমি মিলে ঊনসত্তর
যবনিকা'র শেষে ছন্দপতন
তোমার চোখে আমি
আমার চোখে জল
তখন আমি বৈরাগী
তুমি তখন সীমাহীন ! -২৮.০২.২০১৯

Thursday, 21 February 2019

অহেতুক

দূরত্বের প্রান্তিকতা
অসহায় মনস্তত্ব
বন্ধুত্বের বয়েস বেড়েছে
বয়েস বাড়ছে মনের !
নিস্কলঙ্ক হওয়ার মোহে
মোহনা ছোঁয় না ঢেউ
জ্যোৎস্নাও বিরূপ প্রতি অমাবস্যায়
জোয়ারের বিপরীতে তখন আমি একাকী !
প্রত্যক্ষ প্রতিকূলতা পেরিয়ে
অভ্যাসের সংসার কিছুটা ভাঙা অনেকটা গড়া
সুখের ভাগ নেয়না চোখের বালি
অতিথি মহেশ অহেতুক অনাড়ম্বর চায়না ! - ২১.০২.২০১৯

Tuesday, 19 February 2019

সংসার পলিগ্যামি

মধ্যবিত্ত মহামারী 
উপায়হীন অনটন !
নিম্নবিত্তের আদমশুমারি 
তুম হাম 
হাম তুম !
খামখেয়ালি উচ্চবিত্ত
খেলাঘরের বিনুনি
সংসার পলিগ্যামি !-১৯.০২.২০১৯

পাশবালিশ

নিত্য অভ্যাসের প্রেম
এখন পথ চলতি গৃহবধূ
সংসারের সিলিং
ইচ্ছামৃত্যুর শোক মিছিল
তুমি প্রেমিকা অভিমানিনী
আমি পাশবালিশ হোবোনা জানি !-১৯.০২.২০১৯

Wednesday, 13 February 2019

অতিক্রমণ

দেখা হবে একদিন
ঔরসের ঋণ হয়না
অধিকার কথাটা আপেক্ষিক
বাউল এর নিজের ঘর কি হয়
জন্ম মৃত্যুর অন্তরাল
কিছু কাগজ কলমের আঁকি বুঁকি
সুখ ও শান্তি'র অন্তর্বর্তী দূরত্ব অতিক্রমণ !-১৩.০২.২০১৯

Thursday, 7 February 2019

মহাশুন্য

অনুভূতি'র অবকাশে 
প্রাপ্তি'র মহাশুন্য
দেনা অনেক জীবনের কাছে
ক্ষমা কেবল মহাকালের প্রার্থী !-০৭.০২.২০১৯

Wednesday, 6 February 2019

তুই ছিলি

তোকে চাইনি
অকালের শ্রাবনে
শৈশব সাক্ষী কৃষ্ণচূড়া
সে বসন্তে তুই ছিলি !-০৬.০২.২০১৯ 

Tuesday, 5 February 2019

বেহিসাবি মন

কপালকুণ্ডলা তুমি 
আমি নবকুমার
মাঝের অন্তরাল 
যা কিছু সামাজিক
ক্ষয়িষ্ণু সাম্রাজ্যবাদ 
আঁতুর হারা জন্ম
বেহিসাবি মন
বিবেক পথ রুখে !-০৫.০২.২০১৯

Saturday, 2 February 2019

পথ চলা'র শর্তে...

পথ চলা'র শর্তে
জীবনের খোলস ছেড়ে বেরোনো
ভালো ছিলো
কাঠের জ্বালানি উনুন
অপেক্ষা ছিলো
ভাঙ্গন ছিলো
চোখে ঘুম ছিলো 
অহংকার বলতে
ভালোবাসা
হারানো বলতে মৃত্যু
ঐশর্য সম্পর্কের বুনট
অকপট স্বীকৃতি
ভালো নেই আজ অনেকদিন !-০২.০২.২০১৯

বিনিময়

ভাঙা কাঁচের আয়না
জীবন বলে থাকি
খুচরো পয়সা ভাবায়
অনেক টাকা'ও ঘুম কাড়ে
পণ্যের বিনিময়
পরিবার পায়না অনেকেই
অনেকেই হারিয়ে যায়
অচেনার ভিড়ে
আমি তেমনি একজন
আমি আলাদা কেউ নয় !-০২.০২.২০১৯

ক্ষনিকের অভিলাষে

প্রথা ভাঙা'র উবাচ
সম্পর্কের শিলালিপি
যা বলা হয়নি
তা না বলা থাক
ক্ষনিকের অভিলাষে
অমরত্ব পাক মুহূর্তেরা !-০২.০২.২০১৯  

Friday, 1 February 2019

সৃষ্টি'র ঋণ

আত্মহত্যা করবি
প্রতিটি কবিতা যে তোর গর্ভে
তাদের কথা ভেবেছিস
সৃষ্টি'র ঋণ যে তোকে ফেরাতে হবে
কবি'র অঙ্গীকার মিথ্যা নয়
ফুল ফুটুক নাই ফুটুক
অরণ্যের দিন রাত্রি
কালবেলা
শেষের কবিতা
এই পথ যদি না শেষ হয়
আমার কিছু বলার নেই তোকে !-০১.০২.২০১৯

Tuesday, 29 January 2019

অনুসন্ধানী

অস্তিত্বের ক্লান্তি
কেন্দ্রে মানুষ  
পরিসীমায় মহাবিশ্ব 
কুক্ষিগত প্রেরণা 
অনুসন্ধানী চোখ 
চেনা ছক ভাঙা 
সংসার প্রতিষ্ঠা 
শক্তিরূপেণ সংস্থিতা 
অভিযোজন জীব মাত্রের 
মানুষ আনে মানুষ 
বিয়োজনের অপ্রিয় রহস্য 
বালি'র ঘর মেশে বালুচরে !-২৯.০১.২০১৯

অবিকল

ক্লান্ত নাগরিকত্ব
অভ্যেসে কেবলি ঘুম
প্রান্তিক এক পথিক শিশু
আমারই তো ছেলেবেলা অবিকল !  - ২৯.০১.২০১৯

Monday, 28 January 2019

মালাবদল

আমার অভ্যাসের জীবনে
মিশে যায় তুমি
আমি গভীর হতে থাকি
ক্ষুদ্রতার গন্ডি ভেঙে
অসীমের উন্মাদনা
মালাবদল স্রষ্টা ও সৃষ্টি !-২৯.০১.২০১৯

আমি ও ময়ূরাক্ষী

সমান্তরালে বয়ে যাচ্ছি 
আমি ও ময়ূরাক্ষী 
বাংলা'র রীতি 
চিরদিন সধবা বেহুলা 
শ্যামের প্রেয়সী সেই 
আবার গৃহিনী জননী
যমুনায় স্রোত নেই
স্বপ্নিল জ্যোৎস্নায় দেখি
মুগ্ধ বালুচর বিমূর্ত ! - ২৮.০১.২০১৯

Sunday, 27 January 2019

তোমার অপেক্ষায়

অপেক্ষা
অন্য নাম ভরসা
প্রতিটি ব্যস্ততা
খোঁজে অবকাশ
প্রতিটি অবকাশ
ভঙ্গুর
ছড়িয়ে ছিটিয়ে ব্যস্ততা'র আকাশে
ছন্নছাড়া জীবনের মানে
তোমাকে চাই
মায়াবিনী রাত পেরোনো
চোখ মোছা ভোর
পর্যন্ত
তোমার অপেক্ষায় !-২৮.০১.২০১৯

Friday, 25 January 2019

ষোড়শী ও অষ্টাদশ

কে নেবে তোর শূন্যতা 
অন্তরতর অবসন্নতা 
কেউ বোঝেনি 
তুই সেদিন ষোড়শী 
আমি তখন অষ্টাদশ !-২৫.০১.২০১৯ 

জীবনের ষোলো কলা

প্রাথমিকতা পাল্টে যায়
মুহূর্ত গুলো ক্ষণজন্মা কেবল
অমরত্বের প্রত্যাশা করেছে সে
যে জানে না জীবনের ষোলো কলা !-২৫.০১.২০১৯

Wednesday, 23 January 2019

কথা দে...

যা দিতে পারি
কিছু মুহূর্ত

যা চাই প্রতিদানে
কথা দে

কাওকে জানতে দিবিনা
বলবিনা কোনোদিনও কাওকে

আমি সেই
তোর ছায়া হতে চেয়েছিলাম
ভেবেছিলাম মুছে দেব তোর চোখ

যদি না পারিস
আমি যেন অন্ধ হয়ে যাই

জন্মান্ধ হলে ভালো হতো
তোর চোখে জল দেখতে চাইনি !-২৩.০১.২০১৯

নিরপেক্ষ

যা বলিনি
পরিধি থেকে কক্ষপথ
তুই ছিলি
ছেলেমানুষি বলা যায় !
আমি ভুলিনি
আজ বিক্ষিপ্ত মেরু
অসহায় তুই
নিরপেক্ষ আমার আমি !-২৩.০১.২০১৯

Monday, 21 January 2019

প্রেমের শিকড়

প্রাগৈতিহাসিক থেকে অধুনা
কেউ যা বোঝেনি
কবিদের মন !
ভালোবাসি
আক্ষরিক নয়
একটা প্রতিশ্রুতি !
একটা বোঝাপড়া
ঠিক যেমন
অভাব এর সাথে প্রয়োজনের সাযুজ্য !
প্রতিটি সংসারের গভীরে
যে প্রেমের শিকড়
জল না পেয়ে সে কি বেঁচে থাকে !-২২.০১.২০১৯

জোনাকি

একটা অভ্যেস
বেঁচে থাকা
মৃত্যু'র অপেক্ষা বলা যায়
প্রতি রাতে
চোখ বোজা
যেন অনভিজ্ঞ অভিনেতা'র মহড়া
তারপর একদিন
অমোঘ সে আসে
চোখের বালি জোনাকি হয়ে ওঠে !-২১.০১.২০১৯ 

Friday, 18 January 2019

খোলা হাওয়া

শুন্যে ভাসছি
আমি মেঘ
আমায় ভাসাচ্ছে
খোলা হাওয়া
এলো চুলে
ও যখন তাকায়
মারিয়ানা'য় তখন লাভা উদ্বেল
পুড়ে যাই আমি
যেমন আতস কাঁচের নিচে পুড়ে যায়
অসহায় কাগজ
পুরুষ ও প্রকৃতি সেখানে ভেদাভেদ নেই 
আমার নির্লিপ্ত প্রকৃতি'তে ও'র অবাধ বিচরণ
আমি বলেছি একদিন ও'কে গান শোনাবো
সেই গান'টা যা শুধু মনের মানুষ এর জন্যে
"আমার পরান যাহা চায় ;
তুমি তাই " !- ১৮.০১.২০১৯  

Thursday, 17 January 2019

স্বপ্ন বিলাস

রাত্রি নির্লিপ্ততা
মেঘবালিকা'র
খোলা হাওয়া
দিন উচ্চাকাঙ্খা
কাবুলিওয়ালা'র
স্বপ্ন বিলাস !-১৮.০১.২০১৯

Wednesday, 16 January 2019

আদর্শ ও দর্শন

প্রতিটি  নাড়ি কাটা'র
যন্ত্রনায় উহ্য
মৃত্যুর করালগ্রাস
আদর্শ ও দর্শনের দূরত্ব
জীবন দিয়ে ঘোচেনা !-১৭.০১.২০১৯

দু'দশক পেরিয়ে

ঘর ছেড়েছি বহুদিন
ঘর আমায় বাঁধেনি
আজ প্রায় দু'দশক পেরিয়ে
সীমায় বাঁধা পড়লাম
ভাবিনি এমনটা হবে
আমি ফেরাতে পারিনি
বেলাশেষের নরম রোদ যেমন
শীতল অলিন্দ বেয়ে উষ্ণ লোহিত
লখিন্দর বা বেহুলা নয়
এ কাব্যের মুলে অপেক্ষা
অনন্ত ও সীমা মুখোমুখি 
আজ প্রায় দু'দশক পেরিয়ে !-১৬.০১.২০১৯

Monday, 14 January 2019

বেমানান

বড্ড বেমানান
যা কিছু বাক্সবন্দী
মুহূর্তের উচ্ছাসে
যেন বেরিয়ে আসা লাভা
লোভ পেরোনো
সকালে
বড্ড বাসি সব আবেগ
ইতি উতি বিস্রস্ত স্মৃতি'রা
কোথাও মাছি বসছে
কোথাও উড়ছে ভ্রমর !-১৪.০১.২০১৯

শেষের কবিতা

ঝড় কুড়োনো হাতের মুঠোয়
আস্তিন ছিলোনা
চোখের বালি ভিজে মোহনা
ঠোঁটে কালশিটে
লাবণ্য অমিতের মিলন তো হয়না
শেষের কবিতা
শেষ'টা কি কেউ জানে !-১৪.০১.২০১৯

Friday, 4 January 2019

পৈশাচিক

দিগন্ত ভাসছে আভায়
বৃত্তান্তের ভিড়ে
নিয়ম ভাঙে জীবন !
দৃষ্টি তখন ক্লান্ত বালুচর
মেঘের অপেক্ষায়
ছত্রাক ইতি উতি !
রোদ্দুরে পা পুড়ছে
সকাল থেকে খাইনি কিছু
এক বিকেল ঝাপসা চোখে
পৈশাচিক হাসি মাখা !-০৪.০১.২০১৮